TRENDING:

ব্যবসায় সফল হতে শ্রী কৃষ্ণের এই বাণীগুলি মেনে চলুন, কোটিপতি হওয়া থেকে রুখতে পারবে না কেউ

Last Updated:
advertisement
1/8
ব্যবসায় সফল হতে শ্রী কৃষ্ণের এই বাণীগুলি মেনে চলুন, কোটিপতি হওয়া থেকে রুখতে পারবে না কেউ
ভগবান বিষ্ণু এই ধরিত্রীতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন ৷ তাঁর বিভিন্ন অবতারের বিভিন্ন প্রকার বিশেষত্ব রয়েছে ৷ কিন্তু হ্যাঁ যদি জনপ্রিয় এবং সব থেকে বেশি লোকপ্রিয় অবতারের কথা বলা হয়-তো তিনি ভগবান শ্রী কৃষ্ণ ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/8
কৃষ্ণকে মানুষ ভগবানের তুলনায় প্রচন্ড কাছের মানুষ বলেই মনে করেন ৷ কেন না তিনি জীবনে চলার পথে কঠিন সমস্যাকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করেছেন ৷ আর সেই সব সমস্যা থেকে তিনি কীভাবে উঠে দাঁড়িয়েছেন, সেটাই শিক্ষণীয় সাধারণ মানুষের কাছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/8
আর সেই কারণেই তাঁর দেওয়া শিক্ষা এবং বাণী যুব সমাজের কাছে ভীষণভাবে শিক্ষণীয় ৷ আর সেই সমস্ত শিক্ষা গ্রহণ করে আপনি ব্যবসাতে কাজে লাগালে, আপনার উন্নতি ঠেকাবে কার সাধ্যি? ছবি: সংগৃহীত ৷
advertisement
4/8
• আমরা সবাই সুদামা এবং ভগবান কৃষ্ণের বন্ধুত্বের কাহিনি জানি ৷ কৃষ্ণের মতো সত্যিকারের বন্ধু হয়তো আজকের যুগে পাওয়া দুষ্কর ৷ যদি মানুষ একজন সত্যিকারে বন্ধু কিংবা সঙ্গী খুঁজে নেন, তবে ব্যবসার ক্ষেত্রে ভীষণ সুবিধে হয় ৷ এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাহায্য মিলবে ৷ কিন্তু এটা তখনই সম্ভব হতে পারে যখন কোনও ব্যক্তি নিজে ভাল বন্ধুর ভূমিকা পালন করবেন ৷ এবং বন্ধুর কঠিন পরিস্থিতিতে তাঁর সহযোগিতা করবেন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/8
• বিভিন্ন গুণে গুণী হওয়া ৷ কৃষ্ণ একজন শিক্ষক, একজন শিল্পী, এক যোদ্ধ, এক উপদেষ্টা, জ্ঞানের অফুরান ভান্ডার, এক শিক্ষার্থী এবং একজন সত্যিকারের প্রেমী ৷ সেই কারণে তাঁর সর্ব গুণের মহারথী বলা হয় ৷ সফল ব্যক্তি হতে গেলে আপনাকেও কিছু গুণে সমৃ্দ্ধ হতে হবে ৷ কেন না ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনেকগুলি ভূমিকা গ্রহণ করতে হয় ৷ আর সেক্ষেত্রে এই গুণগুলো সাহায্য করবে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/8
• শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জীবন মিলে যায় ৷ তিনি তাঁর বাল্যকাল গোকুলের গলিতে কাটিয়েছেন ৷ সাধারণভাবেই সেখানে জীবন অতিবাহিত করেছেন ৷ এবং জাীবনের অন্য প্রান্তে তিনি রাজা হয়েছিলেন ৷ তবুও তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবন করলে বোঝা যাবে যে, অহঙ্কার নামক বস্তুটি তাঁর জীবনে নেই বিলকুল ৷ আর সেই কারণেই বলা হয়-ব্যবসায় বিরাট সাফল্য পাওয়ার পরেও অহঙ্কার হওয়ার কথা নয় ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/8
• প্রভাবশালী ভঙ্গিতে নিজের কথা বোঝানো ৷ ছোট থেকেই শ্রী কৃষ্ণ একজন সুবক্তা ছিলেন ৷ আর এমন গুণ মানুষের মধ্যে থাকা উচিত ৷ মানুষকেও তাঁর সামনের মানুষটার কাছে নিজের বক্তব্য ও বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন ৷ তাতেই আসে সাফল্য ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
8/8
• কর্মের উপর বিশ্বাস জোরদার রাখা ৷ কাজ করে যাওয়া উটিত ৷ সব কিছু ভগবানের ভরসায় না রেখে নিজের কর্ম পদ্ধতি এবং কাজের উপর আস্থা রাখা জরুরি ৷ ছবি: সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যবসায় সফল হতে শ্রী কৃষ্ণের এই বাণীগুলি মেনে চলুন, কোটিপতি হওয়া থেকে রুখতে পারবে না কেউ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল