TRENDING:

Jamshedji Tata: Warren Buffet নন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর জামশেদজি টাটা

Last Updated:
টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা হাজার হাজার কোটি কোটি দান করেছেন
advertisement
1/7
Jamshedji Tata: Warren Buffet নন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর জামশেদজি টাটা
পৃথিবীর সব থেকে বড় বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম ওয়ারেন বাফেট আজ গেটস ফাউন্ডেশন ৩০ হাজার কোটি টাকার মত একটি বড় অঙ্কের টাকা দান করেছেন ৷ তবে এখানেই ঘটনা থেমে নেই তর্ক ও বিতর্ক শুরু হয় সেই তর্ক ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৃথিবীর সব থেকে বড় দানবীর (World's Biggest Donor) কে? ফাইল ছবি ৷
advertisement
2/7
এই তালিকার সর্বপ্রথম টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা (Jamshedji Tata) ৷ জানতে পারা গিয়েছে বিগত ১০০ বছরে ১০২ বিলিয়ান ডলার (কয়েক শো হাজার কোটি টাকা) দান করা হয়েছে ৷ পথিবীর সব থেকে বড় পরোপকারী মানুষ জামশেদজি টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
3/7
হুরুন রিসার্চ পোর্ট ও এডলেগিভ ফাউন্ডেশন (EdelGive Foundation) এর পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে সারা পৃথিবীর সব থেকে সেরা দাতা সেরা পঞ্চাশের শীর্ষ তালিকায় টাটা সবার উপরে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/7
১৮৯২ সাল থেকেই জামশেদজি টাটা শুরু করেছেন দান ৷ টাটার সাফল্যের তালিকা দীর্ঘ নুন থেকে শুরু করে সফওয়্যার ৷ পৃথিবীর ৭৬.৪ বিলিয়ান ডলার দান করেছেন বিল গেটস ও তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা জোসের মত দানবীরের আনেক আগেই টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
5/7
গেটস দম্পতি ছাড়া বোরন বাপেট আজ পর্যন্ত ৩৭.৪ বিলিয়ান ডলার, জর্জ সোরোস ৩৪.৮ বিলিয়ান ডলার ও জন ডি রোকফেলর ২৬.৮ বিলিয়ান ডলার দান করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/7
তবে টাটার প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা পৃথিবীর সব থেকে বড় দানবীর মানুষ ৷ জামশেদজী টাটা তাঁর দুই তৃতীয়াংশ সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়েছিলেন ৷ শিক্ষা ও স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে কাজ করছে ৷ ১৮৯২ সাল থেকে প্রবল পরিমাণে দান করে আসছেন টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
7/7
টাটার পরেই তালিকার দ্বিতীয় ভারতীয় আজিম প্রেমজি উইপ্রোর ৷ তিনি পরোপকারী কাজের জন্য প্রায় ২২ বিলিয়ান ডলারের পুরো সম্পত্তি দান করেছেন ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Jamshedji Tata: Warren Buffet নন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর জামশেদজি টাটা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল