Jamshedji Tata: Warren Buffet নন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর জামশেদজি টাটা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা হাজার হাজার কোটি কোটি দান করেছেন
advertisement
1/7

পৃথিবীর সব থেকে বড় বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম ওয়ারেন বাফেট আজ গেটস ফাউন্ডেশন ৩০ হাজার কোটি টাকার মত একটি বড় অঙ্কের টাকা দান করেছেন ৷ তবে এখানেই ঘটনা থেমে নেই তর্ক ও বিতর্ক শুরু হয় সেই তর্ক ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৃথিবীর সব থেকে বড় দানবীর (World's Biggest Donor) কে? ফাইল ছবি ৷
advertisement
2/7
এই তালিকার সর্বপ্রথম টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা (Jamshedji Tata) ৷ জানতে পারা গিয়েছে বিগত ১০০ বছরে ১০২ বিলিয়ান ডলার (কয়েক শো হাজার কোটি টাকা) দান করা হয়েছে ৷ পথিবীর সব থেকে বড় পরোপকারী মানুষ জামশেদজি টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
3/7
হুরুন রিসার্চ পোর্ট ও এডলেগিভ ফাউন্ডেশন (EdelGive Foundation) এর পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে সারা পৃথিবীর সব থেকে সেরা দাতা সেরা পঞ্চাশের শীর্ষ তালিকায় টাটা সবার উপরে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/7
১৮৯২ সাল থেকেই জামশেদজি টাটা শুরু করেছেন দান ৷ টাটার সাফল্যের তালিকা দীর্ঘ নুন থেকে শুরু করে সফওয়্যার ৷ পৃথিবীর ৭৬.৪ বিলিয়ান ডলার দান করেছেন বিল গেটস ও তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা জোসের মত দানবীরের আনেক আগেই টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
5/7
গেটস দম্পতি ছাড়া বোরন বাপেট আজ পর্যন্ত ৩৭.৪ বিলিয়ান ডলার, জর্জ সোরোস ৩৪.৮ বিলিয়ান ডলার ও জন ডি রোকফেলর ২৬.৮ বিলিয়ান ডলার দান করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/7
তবে টাটার প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা পৃথিবীর সব থেকে বড় দানবীর মানুষ ৷ জামশেদজী টাটা তাঁর দুই তৃতীয়াংশ সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়েছিলেন ৷ শিক্ষা ও স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে কাজ করছে ৷ ১৮৯২ সাল থেকে প্রবল পরিমাণে দান করে আসছেন টাটা ৷ ফাইল ছবি ৷
advertisement
7/7
টাটার পরেই তালিকার দ্বিতীয় ভারতীয় আজিম প্রেমজি উইপ্রোর ৷ তিনি পরোপকারী কাজের জন্য প্রায় ২২ বিলিয়ান ডলারের পুরো সম্পত্তি দান করেছেন ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Jamshedji Tata: Warren Buffet নন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর জামশেদজি টাটা