Earn Money From 1 Rupees Note: এক টাকার এই নোট ফেরাবে ভাগ্য! বিক্রি করে হতে পারেন সাত লাখ টাকার মালিক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Earn Money From 1 Rupees Note: এক টাকার নোট করে দেবে লাখপতি!
advertisement
1/5

পুরনো দিনের নোট বা কয়েন জমানোর শখ আছে আপনার! তা হলে এই নোট আপনাকে রাতারাতি লাখপতি করে দিতে পারে। এক টাকার এই নোট আপনি সাত লাখ টাকায় বিক্রি করতে পারবেন।
advertisement
2/5
যে নোটের কথা বলা হচ্ছে সেটি দেশ স্বাধীন হওয়ারও আগের। ২০১৫ সাল থেকে এক টাকার নোট ছাপা বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
3/5
এই নোট ৮০ বছরের পুরনো। খুব কম মানুষের কাছেই এখনও এই নোট রয়েছে। তবে যাদের কাছে আছে তারা চাইলে এই নোট বিক্রি করে সাত লাখ টাকা উপার্জন করতে পারেন।
advertisement
4/5
১৯৩৫ সালের এই নোট অবশ্য এখনও কয়েকজনের কাছে রয়েছে। এই নোটে তত্কালীন গভর্নর জে ডব্লু কেলির সই রয়েছে।
advertisement
5/5
স্বাধীনতার আগের সময়ের এই নোট এখ হেরিটেজ হিসেবে গণ্য হবে। তাই এই নোটের এত দাম! অনেকে অবশ্য এই নোট সংগ্রহে রেখেছেন। তাঁদের আপাতত বিক্রির কোনও পরিকল্পনা নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earn Money From 1 Rupees Note: এক টাকার এই নোট ফেরাবে ভাগ্য! বিক্রি করে হতে পারেন সাত লাখ টাকার মালিক