PAN-আধার লিঙ্ক না করালে গাড়ি নিয়ে আর নামতে পারবেন না রাস্তায়? জেনে নিন বিস্তারিত!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই পদ্ধতি মেনে না চললে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনও বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
1/8

আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে PAN-আধার সংযুক্তি খুবই প্রয়োজনীয়। না হলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। অনেকেই মনে করছেন তাঁর PAN ও আধার লিঙ্ক করানোর প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন আছে পরোক্ষ নানা কারণে। এমনকী এই পদ্ধতি মেনে না চললে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনও বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
2/8
বর্তমানে ভারতীয় নাগরিকের জন্য PAN খুব জরুরি একটি নথি। যা না থাকলে অনেক কাজ করতেই সমস্যা হতে পারে। তার মধ্যে একটি হল বিমা। এমনকী গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যও দরকার হয় এই PAN।
advertisement
3/8
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনও গাড়ির বিমা না থাকলে তা রাস্তায় নামতে দেওয়া হয় না। নতুন গাড়ি যখন কেনা হয় তখন তিন বছরের জন্য বিমা পলিসি করিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর থেকে প্রতিবছর তা পুনর্নবীকরণ করা প্রয়োজন।
advertisement
4/8
গত তিনবছরে যাঁরা গাড়ি কিনেছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই সেই গাড়ির বিমা পুনর্নবীকরণ করতে হবে, তাঁদের কাছে এই PAN-আধার সংযুক্তির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ আগামী কয়েক মাসের মধ্যে ওই বিমা পুনর্নবীকরণ করার সময় PAN প্রয়োজন হবে।
advertisement
5/8
গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় নথিগুলির তালিকা এক নজরে—
advertisement
6/8
সারা ভারতে গাড়ি বিমা পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় নথিগুলি IRDAI নির্ধারিত করে দিয়েছে। এগুলি হল,
advertisement
7/8
১. সরকার কর্তৃক জারি করা পরিচয়ের প্রমাণপত্র যেমন PAN, আধার কার্ড, পাসপোর্ট ২. ঠিকানার প্রমাণপত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ৩. সাম্প্রতিক ছবি ৪. গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ৫. গাড়ির আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৬. PUC শংসাপত্র ৭. পুরনো বিমা পলিসির নম্বর ৮. অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের বিবরণ
advertisement
8/8
কেন বিমা পুনর্নবীকরণ জরুরি: সময় মতো গাড়ি বিমা পুনর্নবীকরণ না করলে পলিসিটি শেষ হয়ে যেতে পারে। তখন গাড়ির মালিকের জরিমানা হতে পারে। গাড়ি কোনও দুর্ঘটনায় পড়লেও বিমা সংস্থা ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ থাকবে না। তৃতীয় পক্ষের ক্ষতি হলেও তা পূরণ করতে হবে মালিককেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PAN-আধার লিঙ্ক না করালে গাড়ি নিয়ে আর নামতে পারবেন না রাস্তায়? জেনে নিন বিস্তারিত!