Voter ID- Aadhaar Link: ভোটার আইডির সঙ্গে আধারের লিঙ্ক না করালে কি ভোট দিতে পারবেন? জেনে নিন উত্তর
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Voter Link: সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার আইডিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি কারও ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে কি তিনি ভোট দিতে পারবেন না?
advertisement
1/7

সরকারি কাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হয়। প্রায় প্রতিদিনই এসব নথি কোনও না কোনও কাজে লাগে। কিছু নথি বিশেষ কাজে বাধ্যতামূলক। যেমন, বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট দরকার, ব্যাঙ্কিং বা আয়কর সংক্রান্ত কাজে প্যান কার্ড লাগে, আর ভোট দেওয়ার জন্য ভোটার আইডি থাকতে হয়। সংশ্লিষ্ট নথি ছাড়া এসব কাজ সম্ভব নয়।
advertisement
2/7
সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার আইডিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি কারও ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে কি তিনি ভোট দিতে পারবেন না?
advertisement
3/7
নির্বাচন কমিশন দফতরের সূত্র মারফত শোনা যাচ্ছে, যাদের ভোটার আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তাদের আইডি বাতিল হতে পারে। ফলে অনেকেই চিন্তিত। তাহলে কি তাঁরা আর ভোট দিতে পারবেন না?
advertisement
4/7
যদি কারও ভোটার আইডি বাতিল হয়ে যায়, তাহলে তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে যদি কারও কাছে ভোটার আইডি না থাকে কিন্তু নাম ভোটার তালিকায় থাকে, তাহলে তিনি ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ভোটার আইডি না থাকলেও আধার বা অন্য কোনও পরিচয়পত্র ভোটকেন্দ্রে দেখালে তাঁকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
advertisement
5/7
কেন ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে? দেশের অনেক মানুষের একাধিক ভোটার আইডি রয়েছে, যার ফলে জাল ভোট দেওয়ার মতো ঘটনা ঘটে। ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করলে নকল ভোটার আইডি চিহ্নিত করে বাতিল করা যাবে। একজন ব্যক্তির কাছে কেবলমাত্র একটি বৈধ ভোটার আইডি থাকবে।
advertisement
6/7
ভোটার আইডি-আধার সংযোগ বাধ্যতামূলক নয়, তবে জালিয়াতি রোধে এটি গুরুত্বপূর্ণ। মাথায় রাখা দরকার, ভোটার তালিকায় নাম থাকলে ভোট দেওয়া সম্ভব, তবে সঠিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভোটের অধিকার নিশ্চিত রাখতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করাই শ্রেয়। সুতরাং, ভোটার তালিকায় নাম থাকলে ভোট দেওয়া সম্ভব, তবে ভোটার আইডি-আধার সংযোগ ভবিষ্যতে আরও কার্যকর হতে পারে।
advertisement
7/7
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারেন, অর্থাৎ যাদের জন্ম ভারতের মাটিতে। আধার কার্ড কেবলমাত্র বায়োমেট্রিক তথ্য ও ঠিকানা প্রমাণ করে, নাগরিকত্ব নিশ্চিত করে না। তাই শুধুমাত্র আধার থাকা মানেই ভোটাধিকার পাওয়া নয়, বরং নাগরিকত্ব নিশ্চিত করাই মূল শর্ত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Voter ID- Aadhaar Link: ভোটার আইডির সঙ্গে আধারের লিঙ্ক না করালে কি ভোট দিতে পারবেন? জেনে নিন উত্তর