TRENDING:

আধার ছাড়া কি PAN-এর আবেদন করাই যাবে না! জেনে নিন বিস্তারিত

Last Updated:
আসলে ভারতে যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড রয়েছে, তাঁদের সকলকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
advertisement
1/6
আধার ছাড়া কি PAN-এর আবেদন করাই যাবে না! জেনে নিন বিস্তারিত
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতীয় সমস্ত নাগরিককে আধার নম্বরের সঙ্গে PAN লিঙ্ক করিয়ে ফেলতে হবে। না হলে, আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকেই যে কোনও নাগরিকের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। আসলে ভারতে যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড রয়েছে, তাঁদের সকলকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার প্রশ্ন উঠতে পারে, যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড নেই তাঁদের কী হবে!
advertisement
2/6
একদিক থেকে দেখতে গেলে যাঁদের PAN নেই, তাঁদের এই সংযুক্তিরও প্রশ্ন নেই। কিন্তু ভারতে যে কোনও ভাবে অর্থ লেনদেন করার সময় PAN-এর প্রয়োজন হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও PAN সংযুক্ত করা প্রয়োজনীয়, একটি নির্দিষ্ট লেনদেনের পর। তাই তা আধারের সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন হবে।
advertisement
3/6
আবার যাঁরা আগামী দিনে PAN কার্ড তৈরি করাবেন। তাঁদের প্রথম থেকেই এই সংযুক্তি হয়ে যাবে। কারণ আধার নম্বর ছাড়া PAN কার্ডের জন্য আর আবেদনই করা সম্ভব হবে না।
advertisement
4/6
PAN আবেদন করার সময় লাগবে আধার: ২০১৭ সালের ১ জুলাইয়ের পর থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএএ ধারা অনুসারে, আয়কর রিটার্ন ফাইল করার সময় বা PAN কার্ডের জন্য আবেদন জানানোর সময় আধার নম্বর বা আধার এনরোলমেন্ট আইডি উল্লেখ করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।
advertisement
5/6
আধার পাওয়ার যোগ্যতা: সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠতে পারে আধার পাওয়ার যোগ্যতা কী? ২০১৬ সালের আধার আইন অনুসারে, শুধুমাত্র আবাসিক ভারতীয় নাগরিকই আধার পাওয়ার যোগ্য। উল্লিখিত আইনে আবাসিক বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তিকে যিনি আধার আবেদনের তারিখের ঠিক ১২ মাসে আগে অন্তত ১৮২ দিন বা তার বেশি এদেশে বসবাস করছেন।
advertisement
6/6
সুতরাং বোঝাই যাচ্ছে, PAN কার্ড পেতে গেলে অবশ্যই আধার কার্ড থাকতে হবে অথবা, আধার কার্ডের এনরোলমেন্ট আইডি থাকতে হবে। তবে এসবই ভারতে বসবাসকারী নাগরিকের জন্য প্রযোজ্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার ছাড়া কি PAN-এর আবেদন করাই যাবে না! জেনে নিন বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল