TRENDING:

লিঙ্ক করতে হবে আধার আর রেশন কার্ড! নাহলে মিলবে না বহু সুযোগ-সুবিধা!

Last Updated:
আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে সমস্ত রেশন কার্ডধারীকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার কার্ড?
advertisement
1/5
লিঙ্ক করতে হবে আধার আর রেশন কার্ড! নাহলে মিলবে না বহু সুযোগ-সুবিধা!
আধার কার্ড আর রেশন কার্ডের লিঙ্ক না করে থাকলে তা দ্রুত করে ফেলার নির্দেশিকা জারি হল বিহারের ভাগলপুর জেলায়। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা এটা লিঙ্ক করে উঠতে পারবেন না, তাঁরা প্রচুর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।
advertisement
2/5
রেশন কার্ড নিয়ে ভাগলপুরে লাগাতার বৈঠক করেছেন জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সুব্রত কুমার সেন। বৈঠকে তাঁর সিদ্ধান্ত, আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে সমস্ত রেশন কার্ডধারীকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার কার্ড। আর তা লিঙ্ক করানো না হলে বিনামূল্যে রেশন পাবেন না রেশন কার্ডধারীরা।
advertisement
3/5
এই প্রসঙ্গে নবগাছিয়ার এমও রমেশ কুমার জানিয়েছেন যে, সরকারের নির্দেশ অনুযায়ী জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের সঙ্গে যুক্ত সকল রেশন কার্ডধারীর ক্ষেত্রেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান যে, সম্প্রতি সেখানকার প্রায় ৫০ হাজার রেশন কার্ডধারী নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছেন। তবে এখনও অনেকেরই লিঙ্ক করানো বাকি। অবশ্য এর জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করা না হলে সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
advertisement
4/5
এই নিয়ে ব্লক স্তরে লাগাতার বৈঠক হয়েছে। এমনকী এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সমস্ত রেশন ডিলারকেও। এর পাশাপাশি রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশও জারি হয়েছে।
advertisement
5/5
কিন্তু কীভাবে এই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করবেন রেশন কার্ডধারীরা? এই প্রসঙ্গে এমও রমেশ কুমার জানাচ্ছেন যে, সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশনের অফিসেই রাখা রয়েছে আধার সিডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে কেওয়াইসি করাতে হবে গ্রাহকদের। আর যাঁরা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কেওয়াইসি করাতে ব্যর্থ হবেন, তাঁদের নাম আগামী ১ জুলাই, ২০২৩ তারিখে তালিকা থেকে মুছে ফেলা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লিঙ্ক করতে হবে আধার আর রেশন কার্ড! নাহলে মিলবে না বহু সুযোগ-সুবিধা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল