TRENDING:

FD-তে টাকা রেখে ভুল করছেন না তো? একবার এই বিষয়গুলো খতিয়ে দেখুন!

Last Updated:
ফিক্সড ডিপোজিট কখনওই কাউকে ধনী করে তুলতে পারেনি, এমনটা কখনও কোথাও শোনা যাবে না। তাহলে কি ফিক্সড ডিপোজিটে টাকা খাটিয়ে ভুল করছি আমরা?
advertisement
1/9
FD-তে টাকা রেখে ভুল করছেন না তো? একবার এই বিষয়গুলো খতিয়ে দেখুন!
বিশেষজ্ঞরা বলছেন  ১৮ থেকে ২৪ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যেতেই পারে, বরং তা বুদ্ধিমানের কাজই হবে। ব্যাঙ্ক হোক বা স্মল ফিনান্স ব্যাঙ্ক বা কর্পোরেট ফিক্সড ডিপোজিট- সুদের হার প্রায় ৯ শতাংশের ঘরে পৌঁছে যাচ্ছে।
advertisement
2/9
প্রবীণ নাগরিকেরা তো বরাবরই অন্যদের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেয়ে থাকেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে রেপো রেট বাড়িয়ে চলেছে, ব্যাঙ্কগুলোও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে যাচ্ছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। অতএব, পরবর্তী ১৮ থেকে ২৪ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা খাটালে তা খুব একটা খারাপ রিটার্ন দেবে না।
advertisement
3/9
কিন্তু এই প্রসঙ্গেই আবার ফিক্সড ডিপোজিট নিয়ে আরও একটা বিষয় ভেবে দেখার আছে। ফিক্সড ডিপোজিট কখনওই কাউকে ধনী করে তুলতে পারেনি, এমনটা কখনও কোথাও শোনা যাবে না। এর কারণ মূলত তিনটে- প্রথমটা সুদের হার।
advertisement
4/9
বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ায় ব্যাঙ্কগুলোতে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে ঠিক কথা, কিন্তু বছর দুয়েক আগেও ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল চোখে জল আনার মতো- প্রতি বছরেই তা কমছিল। অর্থাৎ আজ ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি আছে বলেই যে কালকেও থাকবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
advertisement
5/9
দ্বিতীয় কারণটা হল মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিতে টাকার দাম পড়ে। আমাদের দেশের অর্থনীতি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি এখনও পর্যন্ত। এবার অর্থনীতির দিক থেকে দেখলে এই মুদ্রাস্ফীতির সঙ্গে ফিক্সড ডিপোজিটের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে।
advertisement
6/9
অর্থনীতির সেই জটিল হিসেবকে আমাদের সবার বোঝার সুবিধার জন্য সরল ভাবে পেশ করা যায়। ব্যাপারটা হল, ফিক্সড ডিপোজিট সব সময়েই মুদ্রাস্ফীতির তুলনায় কম টাকা আমাদের হাতে তুলে দেয়। যেমন, ২০১২-১৪ সালে মুদ্রাস্ফীতি ছিল ৯.৭৬ শতাংশ। এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার আর কত হবে? বড় জোর ৮.৫ শতাংশ। ফলে, টাকা আমরা কমই পাচ্ছি।
advertisement
7/9
তৃতীয় কারণটাও আমাদের ভাবিয়ে তুলবে। ফিক্সড ডিপোজিট থেকে সুদের হার যোগ করে যে টাকা আমরা পাচ্ছি, তা কিন্তু অনেক ক্ষেত্রেই করযোগ্য। অতএব, ওই করের অঙ্ক মিটিয়ে হাতে যা পড়ে থাকবে, তাও খুব একটা সুবিধার হবে না।
advertisement
8/9
তাহলে কি ফিক্সড ডিপোজিটে টাকা খাটিয়ে ভুল করছি আমরা? এমনটা বলা যাবে না। ফিক্সড ডিপোজিট সব সময়েই বিনিয়োগের সুরক্ষিত মাধ্যম। তবে ধনী হতে চাইলে বিনিয়োগের অঙ্ক ফিক্সড ডিপোজিটের পাশাপাশি অন্য খাতেও ছড়িয়ে দিতে হবে।
advertisement
9/9
কীভাবে, তার জন্য কোনও আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া যায়। প্রয়োজন এবং বাজার বুঝে বিনিয়োগকারীর পোর্টফোলিও তিনি-ই ঠিক করে দিতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
FD-তে টাকা রেখে ভুল করছেন না তো? একবার এই বিষয়গুলো খতিয়ে দেখুন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল