৪ জুন থেকে আমেরিকায় বন্ধ হয়ে যাচ্ছে Google Pay অ্যাপ, ভারতে কী হবে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
গুগল ওয়ালেটের সব ফিচার স্থানান্তর করে লেনদেনকে সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পুরনো ভার্সন আর কাজ করবে না।
advertisement
1/8

চলতি বছরের ৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে ‘গুগল পে’ অ্যাপ। এমনই ঘোষণা করেছে টেক জায়ান্ট সংস্থাটি। তবে চিন্তার কিছু নেই। ভারতে ‘গুগল পে’ অ্যাপ চালু থাকবে।
advertisement
2/8
গুগল জানিয়েছে, গুগল ওয়ালেটের সব ফিচার স্থানান্তর করে লেনদেনকে সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পুরনো ভার্সন আর কাজ করবে না।
advertisement
3/8
শুধু জিপে অ্যাপ নয়, গুগল ‘পিয়ার টু পিয়ার’ অ্যাপও বন্ধ করে দিয়েছে। এর সাহায্যে আমেরিকায় টাকা পাঠানো বা টাকা পাঠানোর অনুরোধ করা যেত। মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যাপক জনপ্রিয় ছিল। যাই হোক, গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ‘২০২৪-এর ৪ জুন থেকে গুগল পে অ্যাপের ইউএস ভার্সন আর ব্যবহার করা যাবে না।
advertisement
4/8
গুগল পে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেলেও ভারত এবং সিঙ্গাপুরে গুগল পে অ্যাপ আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
5/8
গুগল ব্লগে জানিয়েছে, ভারত এবং সিঙ্গাপুরের লক্ষ লক্ষ ইউজার গুগল পে অ্যাপ ব্যবহার করেন। এর জন্য তাঁদের কোনও অসুবিধায় পড়তে হবে না। নির্ধারিত তারিখের পর শুধুমাত্র আমেরিকার ইউজারই টাকা গ্রহণ করতে বা পাঠাতে পারবেন না।
advertisement
6/8
ট্যাপ অ্যান্ড পে এবং পেমেন্ট কার্ডও গুগল পে-তে আর ব্যবহার করা যাবে না। ডিল এবং অফারও আর গুগল পে অ্যাপে আসবে না।
advertisement
7/8
কোম্পানি গুগল পে ইউজারদের গুগল ওয়ালেট অ্যাপে শিফট করার পরামর্শ দিয়েছে। ব্লগে গুগল জানিয়েছে, ‘কনট্যাক্ট লেস পেমেন্ট পরিষেবা চালিয়ে যেতে চাইলে জুনের নির্ধারিত সময়সীমার আগে জিপে ইউজারদের গুগল ওয়ালেটে শিফট করতে হবে। এখানে সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর অ্যাক্সেস পাবেন ইউজাররা’।
advertisement
8/8
উল্লেখ্য, গুগল ওয়ালেটে ভার্চুয়াল ডেবিটের মতো ফিচার রয়েছে। অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা সহজেই দেখতে পাবেন ইউজাররা। টিকিট, পাস এবং ট্যাপ-টু-পে-এর মতো ফিচার থাকবে। গুগল পে ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে।