TRENDING:

Account 'খালি'...? পকেটে ১ টাকাও নেই? তবুও কাটতে পারবেন ট্রেনের টিকিট! দুর্দান্ত 'স্কিম' চালু করল ভারতীয় রেল, সঠিক নিয়ম জানুন!

Last Updated:
IRCTC Scheme: ভারতীয় রেল দেশের সবচেয়ে জনপ্রিয় গণ মাধ্যম। আর রেলযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলের রয়েছে এমন অনেক সুযোগ সুবিধা যা দেশের মানুষকে রেলযাত্রায় উৎসাহিত করে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছন। আর তাঁদের নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রার জন্য নানা প্রকল্প রয়েছে রেলের।
advertisement
1/9
Account 'খালি'? পকেটে ১ টাকাও নেই? তবু কাটতে পারবেন ট্রেনের টিকিট, সঠিক নিয়ম জানুন!
ভারতীয় রেল দেশের সবচেয়ে জনপ্রিয় গণ মাধ্যম। আর রেলযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলের রয়েছে এমন অনেক সুযোগ সুবিধা যা দেশের মানুষকে রেলযাত্রায় উৎসাহিত করে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছন। আর তাঁদের নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রার জন্য নানা প্রকল্প রয়েছে রেলের।
advertisement
2/9
এবার ভারতীয় রেল চালু করল এক দুর্দান্ত পরিষেবা। এর মাধ্যমে পকেটে বা অ্যাকাউন্টে টাকা না থাকলেও, এখন আপনি রেল ভ্রমণ করতে পারবেন। শুনে নিশি আশ্চর্য হচ্ছেন? প্রশ্ন আসছে কী ভাবে সম্ভব এটি?
advertisement
3/9
বস্তুত, ভারতীয় রেল সাধারণ মানুষের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই পরিষেবা অনুযায়ী আপনার কাছে টিকিটের জন্য টাকা না থাকলেও, আপনি টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই স্কিমটি কী।
advertisement
4/9
এই স্কিমটির উপকার পেতে, আপনাকে প্রথমে আপনার IRCTC অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সেখানে আপনি অনলাইনে আপনার টিকিট বুক করতে পারবেন। টিকিট বুক করার পরে, আপনাকে 'পে লেটার' বিকল্পটি বেছে নিতে হবে। এক্ষেত্রে পেমেন্ট করার জন্য আপনাকে একদিন দু'দিন নয়, ১৪ দিন সময় দেওয়া হবে।
advertisement
5/9
যাত্রীদের জন্য 'ePayLater' সুবিধা চালু করেছে আইআরসিটিসি। এই পরিষেবার অধীনে আপনি তাড়াহুড়োর সময় অর্থ প্রদান না করেই ট্রেনের টিকিট বুক করতে পারবেন এবং সহজেই ১৪ দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে পারবেন। 'ইপেলেটার' হল একটি ডিজিটাল পেমেন্ট বিকল্প, যা আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে উপলব্ধ।
advertisement
6/9
এই সুবিধার মাধ্যমে, ভ্রমণকারীরা তাৎক্ষণিকভাবে ট্রেন, বিমান এবং ট্যুর প্যাকেজের টিকিট বুক করতে পারবেন এবং ১৪ দিনের মধ্যে কোনও সুদ ছাড়াই সেই অর্থ প্রদান করতে পারবেন। এই সময়ের মধ্যে এমনকি আপনাকে আপনার কার্ড নম্বরও এন্ট্রি করতে হবে না বা আপনার ওয়ালেট ব্যালেন্সও টপ আপ করতে হবে না।
advertisement
7/9
রেগুলার টিকিট হোক বা তৎকাল টিকিট, আপনি চটপট বুক করে নিতে পারবেন নিজের আসন, এবং পরে ePayLater এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। IRCTC প্রতিদিন ১ লক্ষেরও বেশি তৎকাল টিকিট বুক করতে পারে। তাই একঅর্থে লক্ষ লক্ষ যাত্রীর জন্য এই সুবিধাটি স্বস্তির কারণ।
advertisement
8/9
IRCTC -র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ (iOS/Android উভয় ক্ষেত্রেই উপলব্ধ) থেকে টিকিট বুক করার সময়, আপনি ePayLater বেছে নিতে পারেন এবং পরে টিকিটের জন্য টাকার পেমেন্ট করতে পারেন।
advertisement
9/9
IRCTC ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করুন। আপনার পছন্দের ট্রেন বা ট্যুর প্যাকেজ বুক করুন। পেমেন্ট পেজে যান এবং 'ePayLater' বিকল্পটি নির্বাচন করুন। বুকিং তক্ষুনি হয়ে যাবে এবং আপনার কাছে পেমেন্ট করার জন্য ১৪ দিন সময়ও থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Account 'খালি'...? পকেটে ১ টাকাও নেই? তবুও কাটতে পারবেন ট্রেনের টিকিট! দুর্দান্ত 'স্কিম' চালু করল ভারতীয় রেল, সঠিক নিয়ম জানুন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল