TRENDING:

IRCTC News: এবার পোস্ট অফিসেও কাটা যাবে ট্রেনের টিকিট! সুখবর দিল রেল!

Last Updated:
IRCTC News: এবার যাত্রীদের জন্য নতুন সুখবর শোনাল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুক করতে এখন আর রেলস্টেশনে ছুঁটতে হবে না যাত্রীদের।
advertisement
1/7
এবার পোস্ট অফিসেও কাটা যাবে ট্রেনের টিকিট! সুখবর দিল রেল!
দুর্দান্ত খবর। এবার যাত্রীদের জন্য নতুন সুখবর শোনালো ভারতীয় রেল। টিকিট বুক করতে এখন আর রেলস্টেশনে ছুঁটতে হবে না যাত্রীদের। নিকটস্থ পোস্ট অফিস থেকেও এই টিকিট বুক করা যেতে পারে। প্রত্যন্ত গ্রামের যাত্রীদের সুবিধার কথা ভেবেই ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
2/7
IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) এর তরফে এই নতুন স্কিম লঞ্চ করা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এই স্কিমের কথা জানানো হয়েছে। রেলযাত্রীরা কাছের Post Office-এ গিয়ে এই রেলের ই-টিকিট বুকিং করতে পারবেন।
advertisement
3/7
রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের প্রায় ৯১৪৭ টি Post Office-এ এই স্কিম চালু করা হয়েছে। এই সুবিধার ফলে সাধারণ মানুষের অনেকটা সময় বাঁচবে, তাঁদের আর দূর স্টেশনে বা এজেন্টদের কাছে টিকিট বুকিং করতে যেতে হবে না। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে IRCTC-এর এই নতুন সুবিধা চালু করেছেন।
advertisement
4/7
IRCTC-এর এই নতুন স্কিমের ফলে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। কারণ বহু গ্রাম্য এলাকা রয়েছে, যেগুলি স্টেশন থেকে বহু দূরে। একইসঙ্গে সেই এলাকায় এজেন্টদেরও তেমন সুবিধা নেই। তবে Post Office রয়েছে। সেই মানুষেরা এবার Post Office থেকেই এবার রেলের টিকিট বুকিং করতে পারবেন।
advertisement
5/7
উল্লেখ্য বর্তমানে করোনাকালীন সময়ে রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে IRCTC-র তরফে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে।
advertisement
6/7
এছাড়া যাত্রী সুবিধার্থে Mobile catering পরিষেবা ফিরিয়ে দিয়েছে ভারতীয় রেল। ndian Railway Catering and Tourism Corporation (IRCTC) জানিয়েছে, পরিষ্কার এবং সুস্বাদু খাবার পুনরায় পরিবেশন করতে Mobile catering পুরোপুরি তৈরি।
advertisement
7/7
এছাড়া সম্প্রতি একটি নতুন ঘোষণা করেছে ভারতীয় রেল। জানানো হয়েছে, দেশের ২০০ এর বেশি রেলস্টেশনে পাওয়া যাবে মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের সুবিধা। ফলে মোবাইল রিচার্জ কিংবা বিল পেমেন্ট করতে এখন আর অসুবিধার মধ্যে পড়তে হবে না গ্রাহকদের। নতুনবছরে একের পর এক উপহার দিয়ে চলেছে ভারতীয় রেল। যাত্রীস্বার্থে এই সুবিধেগুলি যে কার্যকরি হবে আগামী দিনে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
IRCTC News: এবার পোস্ট অফিসেও কাটা যাবে ট্রেনের টিকিট! সুখবর দিল রেল!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল