Flipkart Diwali Sale: এবার আপনার পকেটেও আইফোন! মাত্র ১৭,০৯০ টাকাতেই কেল্লাফতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আজই শেষ দিন...
advertisement
1/6

#কলকাতা: ফ্লিপকার্ট দিওয়ালি সেল ২০২২ আজ শেষ দিন (১৬ অক্টোবর)৷ উৎসবের মরশুমে ই-কমার্স সাইটে লাগাতার কোন না কোন সেল আয়োজন করছে৷ এই অবস্থায় আপনি কি জানেন কত বড় ছাড় পেতে পারেন ৷ এমনকি ফোনের ক্ষেত্রেও ব্যাপক ছাড় মিলছে৷ এমনকি আইফোনও খুবই সস্তায় পাওয়া যাচ্ছে৷
advertisement
2/6
ফ্লিপকার্ট দিওয়ালি সেল আইফোন (iPhone 11) প্রায় ১৭ হাজার টাকায় কিনতে পারেন৷ মাথায় রাখবেন দাম ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফার বাদ দিয়ে এই অফার৷ অ্যাপেল আইফোন ১১ (Red) ৪ জিবি, ৬৪ জিবি স্টোরেজ ৯৯১০ টাকা কাটার পর ৩৩,৯৯০ টাকা লিস্ট করা হয়েছে৷
advertisement
3/6
কিন্তু যদি গ্রাবর SBI বা Kotak কার্ড ব্যবহার করেন তাহলে আরও ১০ শতাংশ ডিসকাউন্ট হবে৷ তারপর দাম নন ইএমআই ট্রান্সজাকশন ৩২,৭৪০ টাকা হবে৷ ইএমআই ট্রান্সজাকশন ৩২,৩৪০ টাকা হবে৷
advertisement
4/6
এরপরে এক্সচেঞ্জ অফারের অপশন বাছাইয়ের ক্ষেত্রে আপনার ফোন কন্ডিশন হিসেবে এতে ১৬,৯০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷ আসলে অ্যাপেল আইফোন মাত্র ১৭,৯০০ টাকা৷
advertisement
5/6
স্পেশিফিকেশনের কথা বললে অ্যাপেল iPhone 11-তে ৬.১ ইঞ্চি Liquid Retina IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ যার রেজোলিউশন 828 x 1792 পিক্সল হবে৷ স্ক্রিনের অ্যাসপেেক্ট রেশিও 19.5:9৷ প্রসেসর হিসেবে এই আইফোন অক্টাকোর Apple A13 Bionic (7 nm+) প্রসেসর দেওয়া হয়েছে৷
advertisement
6/6
ক্যামেরা হিসেবে এই আইফোনে f/1.8 অ্যাপার্চরের সঙ্গে ১২ মেগাপিক্সলে প্রথম ক্যামেরা এবং f/2.4 অ্যাপার্চরের সঙ্গে ১২ মেগা পিক্সল দ্বিতীয় ক্যামেরা দেওয়া হয়৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Flipkart Diwali Sale: এবার আপনার পকেটেও আইফোন! মাত্র ১৭,০৯০ টাকাতেই কেল্লাফতে