SBI-এর এই স্কিমে একবার বিনিয়োগ করুন, প্রতি মাসে মিলবে বিপুল টাকা রিটার্ন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Schemes: সাধারণ বিনিয়োগকারী ঝুঁকি নিতে চান না। তাঁরা নিরাপদ বিনিয়োগ পছন্দ করেন। অর্থাৎ তাঁরা চান টাকা যেন সুরক্ষিত থাকে, সঙ্গে মেয়াদ শেষ মেলে নিশ্চিত রিটার্ন।
advertisement
1/6

ভাঁড়ে পয়সা জমানোর যুগ শেষ। বাজারে এখন হাজার রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। জনপ্রিয়তাও ব্যাপক। তবে বেশিরভাগ বিনিয়োগ বিকল্পই বাজারের সঙ্গে যুক্ত। ফলে ঝুঁকিও রয়েছে। সাধারণ বিনিয়োগকারী ঝুঁকি নিতে চান না। তাঁরা নিরাপদ বিনিয়োগ পছন্দ করেন। অর্থাৎ তাঁরা চান, টাকা যেন সুরক্ষিত থাকবে, সঙ্গে মেয়াদ শেষ মেলে নিশ্চিত রিটার্ন। তাই এখনও ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটই অনেকের পছন্দের।
advertisement
2/6
এফডি এবং আরডি-এর পাশাপাশি ব্যাঙ্ক অনেক ধরণের স্কিম চালায়। এখানে বিনিয়োগ করেও ভাল মুনাফা পেতে পারেন বিনিয়োগকারী। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই-এর অ্যানুইটি ডিপোজিট স্কিম হল সেরকমই একটি বিনিয়োগ বিকল্প। যাঁরা সম্প্রতি অবসর নিয়েছেন, প্রতি মাসে নির্দিষ্ট আয় চান, তাঁদের জন্য অ্যানুইটি ডিপোজিট স্কিম আদর্শ। এই স্কিমে টাকা বিনিয়োগ করে, গ্যারান্টেড ইনকাম পেতে পারেন বিনিয়োগকারী। সবচেয়ে বড় কথা টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে।
advertisement
3/6
অ্যানুইটি ডিপোজিট স্কিমে এককালীন পুরো টাকা জমা করতে হয়। বিনিয়োগ করার পর ব্যাঙ্ক জমা টাকার উপর সুদ দেয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্কিমে ফিক্সড ডিপোজিটের সমান হারে সুদ দেওয়া হয়। অ্যাকাউন্টে থাকা বাকি টাকার উপর প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ তিন মাস অন্তর সুদ গণনা করা হয়ে থাকে।
advertisement
4/6
এসবিআই-এর এই স্কিমে মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। বিনিয়োগকারী ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। টাকা জমা করার পরের মাস থেকে নির্দিষ্ট দিনে টাকা পেতে শুরু করেন বিনিয়োগকারী। শুধু তাই নয়, এর বিপরীতে ঋণও পাওয়া যায়। অ্যানুইটির অবশিষ্ট টাকার ৭৫ শতাংশ পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারেন বিনিয়োগকারী।
advertisement
5/6
একনজরে অ্যানুইটি ডিপোজিট স্কিম:SBI-এর যে কোনও শাখা থেকে এই স্কিমে বিনিয়োগ করা যায়।ন্যূনতম বিনিয়োগের পরিমাণ মাত্র ১০০০ টাকা।সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।বিনিয়োগকারী চাইলে অন্য কাউকে নমিনি করতে পারেন।
advertisement
6/6
এককালীন বিনিয়োগের পর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়, যাতে মূলধন ও সুদ, দুইই অন্তর্ভুক্ত থাকে।এই স্কিমের জন্য বিনিয়োগকারীদের ‘ইউনিভার্সাল পাসবুক’ দেওয়া হয়।বিনিয়োগের মেয়াদ ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাস।বিশেষ পরিস্থিতিতে, স্কিমের অবশিষ্ট টাকার ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI-এর এই স্কিমে একবার বিনিয়োগ করুন, প্রতি মাসে মিলবে বিপুল টাকা রিটার্ন