এই উপায়ে Fixed Deposit-এ পাওয়া যেতে পারে বেশি রিটার্ন, দিতে হবে না কোনও পেনাল্টি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fixed Deposit Interest Rates: ফিক্সড ডিপোজিট নিঃসন্দেহে নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে অকাল প্রত্যাহারে অনেক সময়ে পেনাল্টি দিতে হয়।
advertisement
1/9

ফিক্সড ডিপোজিট নিঃসন্দেহে নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে অকাল প্রত্যাহারে অনেক সময়ে পেনাল্টি দিতে হয়। সেক্ষেত্রে লাভ যায় কমে। তাহলে উপায়?
advertisement
2/9
ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন -কেউ যদি চায় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন বাজারের সেরা রিটার্ন পেতে, তাহলে তাকে ফলো করতে হবে এই উপায়। এই উপায়ে ফিক্সড ডিপোজিটে পাওয়া যেতে পারে বেশি রিটার্ন! দিতে হবে না কোনও পেনাল্টি।
advertisement
3/9
২টি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে করতে হবে জমা -বিশেষজ্ঞদের মতে সবসময় ফিক্সড ডিপোজিট ২টি আলাদা আলাদা ব্যাঙ্কে করা উচিত। অর্থাৎ একটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট না করে, দুটি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে সেই টাকা ফিক্সড ডিপোজিট হিসাবে জমা করতে হবে।
advertisement
4/9
স্মল ফিনান্স ব্যাঙ্ক -অনেকেই হয়তো লক্ষ্য করে দেখেছে যে, স্মল ফিনান্স ব্যাঙ্ক সরকারি বা বড় বড় ব্যাঙ্কের থেকে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ অফার করে। অর্থাৎ স্মল ফিনান্স ব্যাঙ্কের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে বেশি টাকা রিটার্ন পাওয়া যায়।
advertisement
5/9
বেশি সুদ পাওয়ার উপায় -যদি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা হয়, তাহলে লিকিউডিটিও বজায় থাকবে এবং বেশি সুদের ফায়দাও তোলা যাবে। অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে বেশি হারে সুদ পাওয়া যাবে, তা সেরা রিটার্ন পেতে সাহাজ্য করবে।
advertisement
6/9
এভাবে পাওয়া যাবে বেশি সুদ -যদি কেউ একটি ব্যাঙ্কেই নিজেদের পুরো টাকা ফিক্সড ডিপোজিট আকারে জমা করে, তাহলে সেই ব্যাঙ্কের সুদের হারেই সুদ পাওয়া যায়। কিন্তু, সেই একই টাকা যদি দুটি ভিন্ন ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়, একই ফিক্সড ডিপোজিটে, তাহলে সুদের হার ভিন্ন হবে। এর ফলে একই সুদ পাওয়ার বদলে বেশি সুদ পাওয়া যাবে।
advertisement
7/9
মাথায় রাখতে হবে এই উপায় -যদি কেউ ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিট করাতে চায়, তাহলে সময়ের উপরে নজর দিতে হবে। অর্থাৎ কত সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করাতে চায়। কারণ সময়ের উপরে সুদের হার নির্ভর করে। তাই প্রথমেই সব কিছু ভাল করে জেনে নেওয়া প্রয়োজন।
advertisement
8/9
দিতে হবে না পেনাল্টি -যদি কেউ ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার আগেই, সেখান থেকে টাকা তুলে নেয়, তাহলে তাকে পেনাল্টি দিতে হবে। তাই সময়ের আগে টাকা তোলা যাবে না। নিজেদের প্রয়োজন বুঝে ফিক্সড ডিপোজিট করলে দিতে হবে না পেনাল্টি।
advertisement
9/9
কাটা যাবে টিডিএস -ফিক্সড ডিপোজিটে পাওয়া সুদের হার একটি আর্থিক বর্ষে যদি ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে কাটা যাবে টিডিএস। এটা মাথায় রেখে এগোতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই উপায়ে Fixed Deposit-এ পাওয়া যেতে পারে বেশি রিটার্ন, দিতে হবে না কোনও পেনাল্টি