NSC না কি FD? কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন? রইল পুরো হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে বিস্তারিত হিসেব ও তুলনামূলক বিশ্লেষণ জেনে নিন।
advertisement
1/8

নিরাপদ বিনিয়োগ মানেই যেন ফিক্সড ডিপোজিট। টাকা সুরক্ষিত থাকে। সঙ্গে মেলে মেয়াদ শেষ নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। তবে শুধু ফিক্সড ডিপোজিট নয়, কিছু বিনিয়োগের বিকল্প রয়েছে যা একইরকম নিরাপদ বলে বিবেচিত হয়। এর মধ্যে অন্যতম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি।
advertisement
2/8
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৫ বছরের লক ইন পিরিয়ড রয়েছে। ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়। তবে সুদের হার বিভিন্ন। মোটামুটি ৬.৫ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ মেলে। এনএসসি-তে বর্তমানে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এফডি-এর তুলনায় অপেক্ষাকৃত বেশি।
advertisement
3/8
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প, যাঁরা মূলত নিরাপদ ও উচ্চ রিটার্ন চান এমন বিনিয়োগকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে নির্দিষ্ট সুদের হার ও বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধির সুবিধা পান বিনিয়োগকারীরা, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য আদর্শ।
advertisement
4/8
অন্য দিকে, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। বিভিন্ন মেয়াদ থাকলেও আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে কর সাশ্রয়ের সুবিধা মেলে পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমেই। অন্য দিকে, এনএসসি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিম। সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। এরপর ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। যত খুশি বিনিয়োগ করা যায়।
advertisement
5/8
এনএসসিতে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে সুদ জমা হতে থাকে। ম্যাচিউরিটির সময় সুদ এবং আসল হাতে পান বিনিয়োগকারী। ফিক্সড ডিপোজিটে মাসিক, ত্রৈমাসিক বা ম্যাচিউরিটির সময় সুদ পাওয়ার সুবিধা রয়েছে।
advertisement
6/8
এনএসসির মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষ হলে অ্যাকাউন্ট পুনর্নবীকরণ করা যায় না। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিনিয়োগকারী চাইলে অটো রিনিউ করে রাখতে পারেন। মেয়াদ শেষ হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় বিনিয়োগ হয়ে যাবে।
advertisement
7/8
এনএসসি কেনার সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। বাকি মেয়াদে তা অপরিবর্তিত থাকে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত যে কোনও মেয়াদ বেছে নিতে পারেন বিনিয়োগকারী। অধিকাংশ ক্ষেত্রে সুদের হার বিনিয়োগের সময়ই ঠিক হয়ে যায়।
advertisement
8/8
এনএসসিতে সুদ বছরে একবার কমপাউন্ডিং হয়। ফিক্সড ডিপোজিটে ৩ মাস অন্তর কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। এনএসসি এবং পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট, উভয় বিনিয়োগ বিকল্পেই আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় কর সাশ্রয়ের সুবিধা পাওয়া যায়।