advertisement
1/6

ন্যাশনল পেনশন সিস্টেমে টাকা রাখলে আখেড়ে লাভ হবে আপনার ৷ এতে অনেকটাই আয়কর ছাড় পাবেন আপনি ৷ বিনিয়োগের সময় শুধু নয়, আংশিক টাকা তোলার সময় হোক বা ম্যাচুরিটির সময় পেয়ে যাবেন আয়কর ছাড়, লক্ষ টাকার ৷ Photo Collected
advertisement
2/6
চাকুরিজীবী হোক বা স্বনিযুক্ত পেশায় রয়েছেন যারা, সকলেই পাবেন এই সুবিধা ৷ তবে আয়কর ছাড়ের জন্য সবথেকে বেশি বিনিয়োগের পরিমাণ একএক জনের জন্য একএক রকম ৷ Photo Collected
advertisement
3/6
সরকারী কর্মচারীদের ক্ষেত্রে NPS-এ টাকা রাখার নির্দিষ্ট পরিমাণ রয়েছে ৷ দেড় লক্ষ বা বেসিক স্যালারির ১০ শতাংশ রাখা যাবে NPS-এ ৷ Photo Collected
advertisement
4/6
স্বনির্ভর যারা, তাদের মোট আয়ের ২০ শতাংশ পর্যন্ত NPS-এ বিনিয়োগ করা যাবে, যাতে আয়করের সুবিধা মিলবে ৷ Photo Collected
advertisement
5/6
80CCD(1B) ধারা অনুযায়ী, চাকুরিজীবী হোন বা নিজস্ব ক্ষেত্রে রোজগার করে এমন করদাতারা NPS-এ ৫০হাজার টাকা বিনিয়োগ করতে পারেন ৷ 80CCD(1) ধারা অনুযায়ী আবার এমন করা যাবে না ৷ Photo Collected
advertisement
6/6
80CCE ধারা অনুযায়ী বিনিয়োগের পরিমাণ ১.৫ লক্ষ টাকার বেশি হবে না ৷ Photo Collected