Money Making Tips: প্রতি মাসে ১৩৫৮ টাকা জমা করলেই মেয়াদ শেষে মিলবে ২৫ লাখ টাকা রিটার্ন, কোন প্ল্যানে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই পলিসিতে বিনিয়োগ বোনাসের সুবিধাও রয়েছে। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে ১২৫ শতাংশ পর্যন্ত ডেথ বেনিফিট দেওয়া হয়।
advertisement
1/7

জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। তাই সঞ্চয় জরুরি। এমন অনেক সেভিংস স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তবে যাঁরা নিরাপদ রিটার্নের কথা ভাবেন তাঁদের জন্য এলআইসি আদর্শ। বিশেষ করে অল্প টাকা বিনিয়োগে মোটা রিটার্ন পাওয়া যায়। যেমন এলআইসি-র জীবন আনন্দ প্ল্যান।
advertisement
2/7
LIC জীবন আনন্দ দীর্ঘমেয়াদি সঞ্চয় প্ল্যান। সাধারণত অবসর তহবিল তৈরির জন্য এই প্ল্যান জনপ্রিয়। এর লক ইন পিরিয়ড বেশি। ফলে রিটার্নও ভাল পাওয়া যায়। এই পলিসিতে বিনিয়োগ বোনাসের সুবিধাও রয়েছে। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে ১২৫ শতাংশ পর্যন্ত ডেথ বেনিফিট দেওয়া হয়।
advertisement
3/7
এলআইসি জীবন আনন্দ প্ল্যানে ন্যূনতম সাম অ্যাসিওর্ডের পরিমাণ ১ লাখ টাকা। সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নেই। প্রতি মাসে মাত্র ১৩৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে হাতে আসবে ২৫ লাখ টাকা। কীভাবে? দেখে নেওয়া যাক। প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে চোখ বুলিয়ে নেওয়া যাক তাতেও।
advertisement
4/7
বিনিয়োগকারীকে প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ এক মাসে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৩৫৮ টাকা। বছরে দিতে হবে ১৬,৩০০ টাকা। জীবন আনন্দ প্ল্যানের লক ইন পিরিয়ড ১৫ থেকে ৩৫ বছর। তবে এই পরিমাণের জন্য প্ল্যানের মেয়াদ হওয়া উচিত ৩৫ বছর। তাহলেই ম্যাচিউরিটির সময় হাতে আসবে ২৫ লাখ টাকা।
advertisement
5/7
এলআইসি জীবন আনন্দ নীতিতে বিনিয়োগকারীরা আরও অনেক সুবিধা পান। এর মধ্যে রয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যু, অক্ষমতা, মেয়াদি নিশ্চয়তা এবং গুরুতর অসুস্থতার কভার। দুর্ঘটনা বা মৃত্যুতে বিমার পরিমাণ বাড়ানো যায়।
advertisement
6/7
বর্তমানে এলআইসি-র এই প্ল্যানে ন্যূনতম বিমার পরিমাণ হল ১ লক্ষ টাকা৷ তবে বিনিয়োগকারী বিমার পরিমাণ এবং দাবির পরিমাণ বাড়াতে পারেন। এলআইসি জীবন আনন্দ নীতিতে বিনিয়োগ করার জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ড লাগবে।
advertisement
7/7
অফলাইনে তো বটেই অনলাইনেও এই পলিসি কেনা যায়। প্রতি মাসে, ছয় মাস অন্তর বা বছরে একবার প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: প্রতি মাসে ১৩৫৮ টাকা জমা করলেই মেয়াদ শেষে মিলবে ২৫ লাখ টাকা রিটার্ন, কোন প্ল্যানে দেখুন