মাত্র ৮৭ টাকা জমিয়েই ১১ লাখ রিটার্ন, মহিলাদের জন্য ধামাকাদার স্কিম নিয়ে এল LIC
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এটি একটি নন লিঙ্কড, ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। স্কিমে শুধু মহিলারাই বিনিয়োগ করতে পারেন।
advertisement
1/8

LIC-তে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। কোনও ঝুঁকি নেই। টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। তাই মধ্যবিত্ত বিনিয়োগকারী এলআইসিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। শুধুমাত্র মহিলাদের জন্য কিছু বিশেষ স্কিম রয়েছে এলআইসি-র।
advertisement
2/8
এই সব স্কিমে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে প্রচুর রিটার্ন পাওয়া যায়। যেমন এলআইসি আধার শীলা পলিসি। এখানে প্রতিদিন মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করতে হয়। ম্যাচিউরিটিতে মেলে বিপুল রিটার্ন।
advertisement
3/8
এলআইসি আধার শীলা নন লিঙ্কড, ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। স্কিমে শুধু মহিলারাই বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তিতে পলিসি হোল্ডারকে একলপ্তে পুরো টাকা দিয়ে দেওয়া হয়।
advertisement
4/8
ম্যাচিউরটির আগেই পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য করে এলআইসি। পলিসি হোল্ডার বেঁচে থাকলে রিটার্নের উপর ‘লিভিং বেনিফিট’ দেওয়া হয়।
advertisement
5/8
আধার কার্ড থাকালেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন মহিলারা। বয়স হতে হবে ৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে। ১০ থেকে ২০ বছর মেয়াদে পলিসি কিনতে পারবেন বিনিয়োগকারীরা। মহিলার ৭০ বছর বয়সে পলিসি ম্যাচিউর করবে। হাতে আসবে রিটার্ন।
advertisement
6/8
অর্থাৎ যদি কেউ ৫৫ বছর বয়সে পলিসি কেনেন, তাহলে তিনি ১৫ বছরের জন্যই বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে ২ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিওর্ড পাওয়া যায়।
advertisement
7/8
এলআইসি আধার শীলা পলিসিতে যদি কেউ ১১ লক্ষ টাকা রিটার্ন পেতে চান, তাহলে প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম হবে ৩১,৭৫৫ টাকা। ১০ বছর মেয়াদে মোট জমার পরিমাণ দাঁড়াবে ৩,১৭,৫৫০ টাকা। এবার ৭০ বছর বয়সে টাকা তোলার সময় মহিলা বিনিয়োগকারী ১১ লাখ টাকা হাতে পাবেন।
advertisement
8/8
এই স্কিমে সর্বনিম্ন বিমার পরিমাণ ৭৫ হাজার টাকা। সর্বোচ্চ ৩ লাখ টাকা। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে। বিনিয়োগের সীমাও নির্দিষ্ট। ৩ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। বৃদ্ধ বয়সে মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্যই এই পলিসি চালু করেছে এলআইসি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৮৭ টাকা জমিয়েই ১১ লাখ রিটার্ন, মহিলাদের জন্য ধামাকাদার স্কিম নিয়ে এল LIC