TRENDING:

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিলবে ৭৪ লাখ টাকা, এভাবে আবেদন করুন আজই

Last Updated:
Sukanya Samriddhi Yojana: মেয়ের বয়স ১৮ বছর হলে জমা প্রিমিয়ামের ৫০ শতাংশ প্রত্যাহার করা যায়।
advertisement
1/8
সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিলবে ৭৪ লাখ টাকা, এভাবে আবেদন করুন আজই
কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছে ভারত সরকার। এতে মেয়ের পড়াশোনা বা বিয়ের জন্য টাকা জমাতে পারেন মা-বাবা। কন্যা সন্তানের নামেই অ্যাকাউন্ট খোলা হয়। পরিবারে জন্ম নেওয়া কন্যাকে আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য।
advertisement
2/8
আর্থিকভাবে দুর্বল পরিবারে জন্ম নেওয়া মেয়েদের যাতে ভবিষ্যতে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে না হয় সেই লক্ষ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছিল। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হয়।
advertisement
3/8
৮.২ শতাংশ হারে মেলে সুদ। গত বছর এই স্কিমে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৮.২ শতাংশ করে সরকার। এই অ্যাকাউন্ট ভারতের যে কোনও জায়গায় যে কোনও ব্যাঙ্কের শাখায় স্থানান্তর করা যায়। মেয়ের বয়স ১৮ বছর হলে জমা প্রিমিয়ামের ৫০ শতাংশ প্রত্যাহার করা যায়।
advertisement
4/8
কারা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে বিনিয়োগ করতে পারবেন: সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে, পরিবারের কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে হয়।
advertisement
5/8
কন্যার ১০ বছর বয়সের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে।
advertisement
6/8
একটি পরিবারের সর্বোচ্চ দুজন মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। যদি যমজ কন্যার জন্ম হয়, তাহলে তাঁরা ছাড়া আরও এক কন্যা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
advertisement
7/8
প্রয়োজনীয় নথি: পিতামাতার আধার কার্ড, কন্যার জন্ম শংসাপত্র, পিতামাতার প্যান কার্ড, আয়ের শংসাপত্র এবং বসবাসের শংসাপত্র, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
advertisement
8/8
আবেদন করার পদ্ধতি: প্রথমে মেয়ের নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাঙ্কেই সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনপত্র পাওয়া যায়। ভাল করে খুঁটিয়ে পড়ে সেটা পূরণ করে এবং প্রয়োজনীয় নথি সহ তা জমা দিতে হবে। আবেদনপ্ত্রের সঙ্গে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১ লাখ টাকার প্রিমিয়াম জমা করতে হবে। ব্যাঙ্কের আধিকারিক আবেদনপত্র পরীক্ষা করে দেখবেন। সবকিছু ঠিক থাকলে আবেদনপত্র জমা নিয়ে তিনি রসিদ দিয়ে দেবেন। সেই রসিদটা যত্ন করে রাখতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিলবে ৭৪ লাখ টাকা, এভাবে আবেদন করুন আজই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল