লকডাউন পার্ট ২: বাড়িতে বসেই সস্তায় সোনা কিনুন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
একটি আর্থিক বছরে একজন ব্যক্তি অধিকতম ৫০০ গ্রাম সোনার গোল্ড বন্ড কিনতে পারবেন ৷
advertisement
1/4

মঙ্গলবার সকালে জাতীর উদ্দেশ্য ভাষণে দেশজুড়ে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনের দ্বিতীয় পর্যায়ে এবার বাড়িতে বসেই সোনা কেনা সুযোগ দিচ্ছে মোদি সরকার ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার Sovereign Gold Bond Scheme 2020-21 জারি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ Sovereign Gold Bond ২০ এপ্রিল ২০২০ থেকে ৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ছ’টি পর্যায়ে জারি করা হবে ৷ এখানে কমপক্ষে ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ একটি আর্থিক বছরে একজন ব্যক্তি অধিকতম ৫০০ গ্রাম সোনার গোল্ড বন্ড কিনতে পারবেন ৷ এখানে ইনভেস্ট করলে মিলবে ট্যাক্স ছাড় ৷ পাশাপাশি এই স্কিমে আপনার ইনভেস্টমেন্টের উপরে বছরে ২.৫ শতাংশ সুদ মিলবে বছরে ৷
advertisement
2/4
প্রথম পর্যায় ২০ এপ্রিল থেকে চালু হবে এবং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত ৷ বন্ড ২৮ এপ্রিল থেকে জারি করা হবে ৷ শেষ পর্যায় চালু হবে ৩১ অগাস্ট এবং তা চলবে ৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৷
advertisement
3/4
নভেম্বর ২০১৫ সালে এই যোজনা চালু করা হয়েছিল ৷ এর মূল উদ্দেশ্য ছিল ফিজিক্যাল গোল্ডের চাহিদা কমানো অথার্ৎ সেভিংস খরচা করে যে সোনা কেনা হয় তা মার্কেটে ব্যবহার করা যায় ৷ সোনার গয়না কিনলে তা বাড়িতে বা ব্যাঙ্কের লকারেই থাকে ৷ তার বদলে সেই টাকা দিয়ে বন্ড কিনলে আপনি ট্যাক্স ছাড়ও পাবেন ৷
advertisement
4/4
ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড , নির্বাচিত কয়েকটি পোস্ট অফিস এবং এনএসই ও বিএসই -এর মাধ্যমে গোল্ড বন্ড কেনা যেতে পারে ৷ অনলাইনে বন্ডের জন্য আবেদন ও পেমেন্ট করলে প্রত্যেক গ্রামে বাড়তি ৫০ টাকা ছাড় মিলবে ৷