TRENDING:

প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করলেই ম্যাচিউরিটিতে পাবেন ১১ লাখ; LIC-র এই পলিসি সম্পর্কে জানেন?

Last Updated:
ম্যাচিউরিটিতে রিটার্ন দেওয়ার পাশাপাশি অসময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে, পরিবারকে আর্থিক সাহায্যও প্রদান করা হয়।
advertisement
1/8
LIC-র এই পলিসি-তে প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করলেই ম্যাচিউরিটিতে পাবেন ১১ লাখ
প্রতিদিন মাত্র ৮৭ টাকা বিনিয়োগ। তাহলেই মেয়াদ শেষে হাতে আসবে ১১ লাখ। এমনই জবরদস্ত পলিসি নিয়ে এল এলআইসি। নাম ‘এলআইসি আধার শীলা প্ল্যান’। এই নন-লিঙ্কড ইন্ডিভিজুয়াল জীবন বিমা পলিসি বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। ম্যাচিউরিটিতে রিটার্ন দেওয়ার পাশাপাশি অসময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে, পরিবারকে আর্থিক সাহায্যও প্রদান করা হয়।
advertisement
2/8
মহিলাদের আর্থিক নিরাপত্তা: এলআইসি কম ঝুঁকির, গ্রাহক কেন্দ্রিক পলিসির জন্যই পরিচিত। যে কোনও আর্থিক প্রয়োজনের মানানসই পলিসি রয়েছে। আধার শিলা স্কিমে পলিসি হোল্ডার দৈনিক ৮৭ টাকা বিনিয়োগ করে ম্যাচিউরিটিতে ১১ লাখ টাকা রিটার্ন পেতে পারেন।
advertisement
3/8
৮৭ টাকা বিনিয়োগে কীভাবে ১১ লাখ মিলবে: ধরা যাক একজন ৫৫ বছর বয়সী ব্যক্তি ১৫ বছরের জন্য দৈনিক ৮৭ টাকা বিনিয়োগ করলেন। প্রথম বছরের শেষে তিনি মোট ৩১,৭৫৫ টাকা জমা দেবেন। এক দশক পর তাঁর জমা টাকার পরিমাণ হবে ৩,১৭,৫৫০ টাকা। ৭০ বছর বয়সে তাঁর হাতে আসবে ১১ লাখ টাকা।
advertisement
4/8
আধার শীলা প্ল্যানের নিয়মাবলী: ন্যূনতম প্রবেশের বয়স – ৮ বছর। প্রবেশের সর্বোচ্চ বয়স – ৫৫ বছর। ন্যূনতম পলিসির মেয়াদ – ১০ বছর। পলিসির সর্বোচ্চ মেয়াদ – ২০ বছর। ম্যাচিউরিটির সর্বোচ্চ বয়স – ৭০ বছর। ন্যূনতম বিনিয়োগ – ৭৫ হাজার টাকা। সর্বোচ্চ বিনিয়োগ – ৩ লাখ টাকা।
advertisement
5/8
ম্যাচিউরিটি বেনিফিট: পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পলিসি হোল্ডার বেঁচে থাকলে ম্যাচিউরিটি বেনিফিট দেওয়া হয়। এই টাকা নতুন পলিসিতে পুনরায় বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
6/8
ডেথ বেনিফিট: পলিসি হোল্ডারের অকালমৃত্যুতে নমিনিকে ডেথ বিনিফিট দেওয়া হয়।
advertisement
7/8
গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালু: পরপর ২ বছর পলিসি চালানোর পর পলিসি হোল্ডার পলিসি সারেন্ডার করতে পারেন। এক্ষেত্রে পলিসির মেয়াদে প্রদত্ত মোট প্রিমিয়ামের সমান সারেন্ডার ভ্যালু দেওয়া হয়।
advertisement
8/8
প্রিমিয়াম পেমেন্ট মোড বেছে নেওয়ার সুবিধা: মাসিক, ত্রৈমাসিক বা ৬ মাসে একবার প্রিমিয়াম দেওয়া যায়। গ্রাহক তাঁর সুবিধা অনুযায়ী প্রিমিয়াম পেমেন্ট মোড বেছে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করলেই ম্যাচিউরিটিতে পাবেন ১১ লাখ; LIC-র এই পলিসি সম্পর্কে জানেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল