পোস্ট অফিসের বাম্পার স্কিম, দিনে ৫০ টাকা করে জমিয়ে ম্যাচিউরিটিতে পাবেন ৩৫ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বেশ কিছু স্কিমে পোস্ট অফিস ব্যাঙ্কের থেকে বেশি রিটার্ন দিয়ে থাকে ৷
advertisement
1/7

রিস্ক ছাড়া বিনিয়োগে বিপুল রিটার্ন চাইছেন ? তাহলে এই মুহূর্তে পোস্ট অফিসই আপনার সেরা ডেস্টিনেশন ৷ অনেকেই ব্যাঙ্কের থেকে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে টাকা রাখতে বেশি ভরসা করেন ৷ এর একটা কারণ হচ্ছে পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যা আপনি মাত্র ৫০০ বা ১০০০ টাকা দিয়ে শুরু করতে পারবেন ৷ এবং বেশ কিছু স্কিমে পোস্ট অফিস ব্যাঙ্কের থেকে বেশি রিটার্ন দিয়ে থাকে ৷
advertisement
2/7
এরকমই একটি স্কিম হচ্ছে ‘Gram Suraksha Scheme’ ৷ এখানে আপনি অল্প অঙ্কের টাকা জমা রেখে মোটা টাকা রিটার্ন পেতে পারেন ৷
advertisement
3/7
এখানে প্রতি দিন ৫০ টাকা অর্থাৎ মাসে ১৫০০ টাকা জমা রেখে ম্যাচিউরিটিতে পেয়ে যেতে পারেন ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা ৷ বিনিয়োগ করার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ন্যূনতম বয়স হতে হবে ১৯ বছর, সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত এখানে বিনিয়োগ করা যাবে ৷
advertisement
4/7
স্কিমের নিয়ম অনুযায়ী, মিনিমাম সাম ইনস্যুরেড ১০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে হয় ৷ এখানে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক ভিত্তিতে বিনিয়োগ করার সুবিধা পাওয়া যায় ৷
advertisement
5/7
এখানে ৫০ টাকা করে প্রতিদিন বিনিয়োগ করলে (অর্থাৎ ১৫০০ টাকা ) ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা ৷ ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনা কিনে থাকেন তাহলে ৫৫ বছরের জন্য প্রতি মাসে ১৫১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ৫৮ বছরের জন্য ১৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য ১৪১১ টাকা প্রতি মাসে জমা করতে হবে ৷
advertisement
6/7
লোনের সুবিধা: এই স্কিমের বিনিয়োগকারী ৪ বছর পর লোনের সুবিধা পাবেন ৷ কোনও পলিসিহোল্ডার যদি সারেন্ডার করতে চান, তাহলে পলিসি শুরু হওয়ার তিনবছর পর সারেন্ডার করা যেতে পারে ৷ এই স্কিমে বিনিয়োগের ৫ বছর পর বোনাস পাওয়া যাবে ৷
advertisement
7/7
কখন মিলবে টাকা ? ৫৫ বছরের বিনিয়োগে ৩১ লক্ষ ৬০ হাজার টাকা, ৫৮ বছরের বিনিয়োগে ৩৩ লক্ষ ৪০ হাজার টাকা, ৬০ বছর ম্যাচিউরিটিতে ৩৪ লক্ষ ৬০ হাজার টাকার সুবিধা মিলবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের বাম্পার স্কিম, দিনে ৫০ টাকা করে জমিয়ে ম্যাচিউরিটিতে পাবেন ৩৫ লক্ষ টাকা