প্রতিদিন ৪৪২ টাকা জমালেই ম্যাচিউরিটিতে মিলবে ৫ কোটি, কোথায়, কীভাবে বিনিয়োগ করতে হবে জানুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নেওয়া যাক, অবসরে যদি কেউ ৫ কোটি টাকা চান, তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কীভাবে
advertisement
1/8

অবসরের জন্য কোথায় বিনিয়োগ করা উচিত? চাকরিজীবনে এই চিন্তায় কুরে কুরে খায়। সাধারণ মানুষও বাদ যান না। মাথায় ঘুরেফিরে একটাই চিন্তা আসে, টাকার জন্য যে ভাবতে না হয়।
advertisement
2/8
বিশেষজ্ঞরা বলেন, অবসর পরিকল্পনার সবচেয়ে ভাল বিকল্পগুলোর একটা হল এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম। সামান্য বিনিয়োগে বিপুল টাকা পাওয়া যায়। দেখে নেওয়া যাক, অবসরে যদি কেউ ৫ কোটি টাকা চান, তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কীভাবে।
advertisement
3/8
৫ কোটি টাকা পাওয়ার ফর্মুলা কী: এখানে যে ফর্মুলা দেওয়া হচ্ছে সেটা তাঁদের জন্যই প্রযোজ্য যাঁরা সবেমাত্র চাকরিতে ঢুকেছেন।ধরা যাক কেউ অবসরের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে ৫ কোটি টাকা চান এবং তিনি ২৫ বছর বয়সের আগে চাকরিতে ঢুকেছেন।
advertisement
4/8
এখন ২৫ বছর বয়স থেকে তিনি যদি প্রতিদিন ৪৪২ টাকা এনপিএস-এ বিনিয়োগ করেন তাহলে ৬০ বছর বয়সে তিনি ৫ কোটি টাকার মালিক হবেন।৪৪২ টাকা ৫ কোটি হবে কীভাবে: প্রতিদিন ৪৪২ টাকা মানে মাসে ১৩,২৬০ টাকা বিনিয়োগ।
advertisement
5/8
২৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে। অর্থাৎ বিনিয়োগের সময়কাল ৩৫ বছর।এনপিএসে গড়ে ১০ শতাংশ হারে সুদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/8
এইভাবে চক্রবৃদ্ধি সুদের ৬০ বছর বয়সে তিনি ৫.১২ কোটি টাকার মালিক হবেন।চক্রবৃদ্ধির শক্তিতেই ম্যাজিক: এনপিএসে প্রতি মাসে ১৩,২৬০ টাকা বিনিয়োগ করলে ৩৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫৬,৭০,২০০ টাকা।
advertisement
7/8
এখন প্রশ্ন হল, ৫৬.৭০ লাখ টাকা বিনিয়োগ কোন ম্যাজিকে ৫ কোটি টাকায় পরিণত হবে? চক্রবৃদ্ধি সুদের হারে এটা সম্ভব।চক্রবৃদ্ধিতে মূল পরিমাণের উপর সুদ তো মিলবেই, সুদের উপরেও সুদ পাওয়া যায়। অর্থাৎ ৩৫ বছরে ৫৬.৭০ লাখ টাকা বিনিয়োগের উপর ৪.৫৫ কোটি টাকা সুদ হিসেবে মিলবে। ফলে রিটার্ন দাঁড়াবে ৫.১২ কোটি টাকা।
advertisement
8/8
তবে অবসরের সময় যে ৫.১২ কোটি টাকাই হাতে পাওয়া যাবে তা নয়। কারণ এনপিএসে ম্যাচিউরিটির সময় ৬০ শতাংশ টাকা তোলা যায়। অর্থাৎ ৩ কোটি টাকা হাতে আসবে। বাকি ২ কোটি টাকা ফের বিনিয়োগ করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ৪৪২ টাকা জমালেই ম্যাচিউরিটিতে মিলবে ৫ কোটি, কোথায়, কীভাবে বিনিয়োগ করতে হবে জানুন