প্রতিদিন ১৩৩ টাকা করে দিলে পেয়ে যাবেন ২,৮৩,৯৬৮ টাকা! পোস্ট অফিসের এই স্কিমের কথা জানা আছে তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
পোস্ট অফিসের এক বিশেষ রেকারিং ডিপোজিটের বিষয়ে কথা বলা যাক, যেখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা সম্ভব।
advertisement
1/10

দেশের চাকরিজীবী এবং মধ্যবিত্ত শ্রেণী বিনিয়োগের জন্য এখনও ভরসা করে পোস্ট অফিসকেই। সেই কারণে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও লাভ করেছে।
advertisement
2/10
একে তো নিরাপদ, তার উপর আবার নিশ্চিত রিটার্নের সুযোগ। ফলে বেশির ভাগ মানুষই বেছে নেয় পোস্ট অফিসে বিনিয়োগের বিভিন্ন স্কিম। আর এমনই একটি স্কিম হল রেকারিং ডিপোজিট বা আরডি।
advertisement
3/10
পোস্ট অফিসের এক বিশেষ রেকারিং ডিপোজিটের বিষয়ে কথা বলা যাক, যেখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা সম্ভব।
advertisement
4/10
আগে রেকারিং ডিপোজিটের উপর সুদের হার ছিল ৬.২%। কিন্তু সম্প্রতি সেই হার বাড়িয়ে ৬.৫% করেছে সরকার। একজন বিনিয়োগকারী যে পরিমাণ টাকা আরডি-তে রাখতে চাইবেন, তা মেয়াদপূর্তি পর্যন্ত একই থাকা আবশ্যক। এবার হিসেব দিয়ে বোঝানো যাক বিষয়টা।
advertisement
5/10
ধরা যাক, একজন প্রতি মাসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ২০০০ টাকা করে জমা করছেন। অর্থাৎ প্রতিদিনের এই বিনিয়োগের পরিমাণটা দাঁড়াবে প্রায় ৬৬ টাকার কাছাকাছি। তাহলে এক বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ২৪ হাজার টাকা।
advertisement
6/10
আর ৫ বছরের মেয়াদে জমা হচ্ছে মোট ১২০০০০ টাকা। এবার এর সঙ্গে অতিরিক্ত সুদ হিসেবে যোগ হবে ২১৯৮৩ টাকা। ফলে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ১৪১৯৮৩ টাকা।
advertisement
7/10
আবার ধরা যাক, কোনও বিনিয়োগকারী মাসে ৩০০০ টাকা আরডি অ্যাকাউন্টে জমা করছেন। সেক্ষেত্রে মেয়াদপূর্তিতে তিনি পাবেন ২১২৯৭১ টাকা। কীভাবে।
advertisement
8/10
প্রতি মাসে ৩০০০ টাকা রাখার অর্থ হচ্ছে দিনে ১০০ টাকা করে জমানো। ফলে বছরে জমবে ৩৬ হাজার টাকা। ৫ বছরের মেয়াদে তাহলে জমবে মোট ১৮০০০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত সুদ হিসেবে যুক্ত হবে ৩২৯৭২ টাকা।
advertisement
9/10
ধরা যাক, একজন বিনিয়োগকারী প্রতি মাসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ৪০০০ টাকা করে জমা করছেন। অর্থাৎ প্রতিদিনের এই বিনিয়োগের পরিমাণটা দাঁড়াবে প্রায় ১৩৩ টাকার কাছাকাছি।
advertisement
10/10
তাহলে এক বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৪৮ হাজার টাকা। আর ৫ বছরের মেয়াদে মোট ২৪০০০০ টাকা জমা হচ্ছে। এবার এর সঙ্গে অতিরিক্ত সুদ হিসেবে যোগ হবে ৪৩৯৬৮ টাকা। ফলে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থের পরিমাণটা দাঁড়াবে ২৮৩৯৬৮ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ১৩৩ টাকা করে দিলে পেয়ে যাবেন ২,৮৩,৯৬৮ টাকা! পোস্ট অফিসের এই স্কিমের কথা জানা আছে তো?