International Yoga Day 2019: শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Last Updated:
advertisement
1/4

যোগ (Yoga) শরীর সুস্থ রাখার পাশাপাশি এখন একটি বড় ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠেছে ৷ এই ফিল্ডটি এখন আয় করার একটি বড় বিকল্প হয়ে উঠেছে ৷ দামি ওষুধ ও চিকিৎসকের ঝামেলা থেকে বাঁচতে ও সুস্থ থাকতে অধিকাংশ মানুষ যোগকে বেছে নিয়েছে ৷ আপনি যদি যোগের মাধ্যমে আয় করতে চান তাহলে তার জন্য ১ থেকে দেড় বছরের কড়া ট্রেনিং ও সার্টিফিকেটের দরকার পড়বে ৷ দেখে নিন কীভাবে শুরু করবেন এই ব্যবসা ৷
advertisement
2/4
দেশে একাধিক বড় ইনস্টিটিউট রয়েছে যেখানে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ৷ এখান থেকে সার্টিফিকেট নিয়ে আপনি নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন ৷
advertisement
3/4
যোগের মাধ্যমে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল যোগ শিক্ষক হওয়া ৷ আপনার নিজের প্রশিক্ষণ যত ভাল হবে আপনি তত ভাল শিক্ষক হবেন ৷ যোগ টিচিং এমন একটি প্রফেশন যেখানে প্রথমেই আপনি বিশাল আয় করতে শুরু করবেন এমনটা নয় ৷ অভিজ্ঞতা ও ফেম যত বাড়বে তত আপনার আয়ও বাড়বে ৷
advertisement
4/4
যোগ স্টুডিও ও ফিটনেস সেন্টার মডেল মডার্ন যোগের সবচেয়ে গুরুত্বপূর্ম অংশ ৷ মেট্রো সিটিগুলি ও বিদেশে এটি অত্যন্ত জনপ্রিয় ৷ শুরু দিকে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন ৷ জনপ্রিয়তা বাড়লে১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
International Yoga Day 2019: শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা