TRENDING:

সংসার চালাতে প্রতি মাসে ৫০ হাজার টাকা লাগে? ১০ বছর পর খরচ কত দাঁড়াবে দেখুন

Last Updated:
Inflation Calculator: মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। তবেই ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
advertisement
1/6
সংসার চালাতে প্রতি মাসে ৫০ হাজার টাকা লাগে? ১০ বছর পর খরচ কত দাঁড়াবে দেখুন
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। এমন সময় আসছে, যখন লাখ টাকার ভ্যালুও কয়েক হাজার টাকায় দাঁড়াবে। বিশ্বাস না হলে, ২০০০ সালের কথা ভাবুন। সেই সময় হাজার টাকার কত মূল্য ছিল। লাখ টাকা থাকলে লোক নিজেকে ধনী মনে করত। আর আজ এক লাখ টাকা কিছুই নয়।
advertisement
2/6
এই কারণেই মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। তবেই ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কিন্তু প্রশ্ন হল, কোন বিনিয়োগ থেকে মুদ্রাস্ফীতিকে হারানোর মতো রিটার্ন পাওয়া যেতে পারে? এই বিষয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত রয়েছে।
advertisement
3/6
অধিকাংশ বিনিয়োগকারীই নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। তাই পিপএফ বা ফিক্সড ডিপোজিট করেন। কিন্তু এই ধরণের স্মল সেভিংস স্কিম থেকে খুব বেশি রিটার্ন মেলে না।
advertisement
4/6
এ কথা মাথায় রেখেই এসআইপি, মিউচুয়াল ফান্ড, এনপিএসের মতো স্কিমে বিনিয়োগ করতে বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এতে ১০ থেকে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। দীর্ঘমেয়াদে ঝুঁকিও অনেকটা কমে যায়। সঙ্গে মেলে কমপাউন্ডিংয়ের সুবিধা। ফলে টাকা দ্রুত বাড়ে। কোটি টাকার কর্পাস তৈরি করা যায় অনায়াসে। এর পাশাপাশি সোভেরিন গোল্ড বন্ডেও বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। যত দিন যাচ্ছে সোনার দাম বাড়ছে। তাই এর রিটার্নও মুদ্রাস্ফীতিকে হারাতে বলে মনে করা হয়।
advertisement
5/6
এখন ধরে নেওয়া যাক, আজকের দিনে সংসার চালাতে কারও ৫০ হাজার টাকা খরচ হয়। তাহলে ১০ বছর পর তাঁর কত টাকা খরচ হবে? মুদ্রাস্ফীতি ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, ১০ বছর পর সংসার চালাতে তাঁর খরচ হবে ৮৫,৮০৭ টাকা। সোজা কথায়, এক লাখ টাকার কিছু কম। হ্যাঁ, আঁতকে ওঠার মতো তথ্যই বটে।
advertisement
6/6
বার্ষিক মুদ্রাস্ফীতি ৫.৫ শতাংশ ধরে এই হিসাব করা হয়েছে। সঙ্গে ধরে নেওয়া হয়েছে, জীবনযাত্রার মান একই থাকবে। শুধু জিনিসপত্রের বাড়তি দামকেই হিসাবের আওতায় আনা হয়েছে। অর্থাৎ জীবনযাত্রার মান যদি বাড়ে তাহলে খরচ আরও বাড়বে। মুদ্রাস্ফীতি ক্যালকুলেটর তেমনটাই দেখাচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সংসার চালাতে প্রতি মাসে ৫০ হাজার টাকা লাগে? ১০ বছর পর খরচ কত দাঁড়াবে দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল