TRENDING:

ভারতে এই প্রথম, একই কার্ডে ক্রেডিট-ডেবিটের সুবিধা ! জানুন বিস্তারিত

Last Updated:
advertisement
1/5
ভারতে এই প্রথম, একই কার্ডে ক্রেডিট-ডেবিটের সুবিধা ! জানুন বিস্তারিত
নোটবন্দির পর থেকে প্লাস্টিক মানির কদর অনেকগুণ বেড়েছে ৷ অনেকেই এখন টাকার বদলে কার্ডে কেনাকাটায় স্বচ্ছন্দবোধ করেন ৷ আর কার্ডের মাধ্যমে টাকা চুরির সমস্যাও কম থাকে বলেই বিশ্বাস করতে শুরু করেছেন অনেকেই ৷ তবে অনেকগুলো কার্ড ব্যাগে রাখতে তো অসুবিধাই হয় ৷ সেই সমস্যার সমাধান নিয়ে আসছে IndusInd Bank. ইন্ডিডাস ব্যাঙ্কের পক্ষ থেকে বাজারে আসছে একটি কার্ড যাতে ডেবিট ও ক্রেডিট উভয়ের সুযোগ পাওয়া যাচ্ছে ৷ অর্থাৎ একটি কার্ডের মাধ্যমেই আপনি ডেবিট ও ক্রেডিটের সুবিধা পাবেন ৷ Photo Collected
advertisement
2/5
ইন্ডিডাস ব্যাঙ্কের পক্ষ থেকে বাজারে আসছে একটি কার্ড যাতে ডেবিট ও ক্রেডিট উভয়ের সুযোগ পাওয়া যাচ্ছে ৷ অর্থাৎ একটি কার্ডের মাধ্যমেই আপনি ডেবিট ও ক্রেডিটের সুবিধা পাবেন ৷ Photo Collected
advertisement
3/5
আপনার কাছে যতটা টাকা রয়েছে ততটাই আপনি ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন ৷ আর ক্রেডিট কার্ড মানে হল যে টাকা আপনার কাছে নেই তাও আপনি খরচ করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ৷ মেয়াদের মধ্যে তা মিটিয়ে দিলেই কোন সমস্যা হয় না ৷ সাধারণত ডেবিট কার্ড অনেকেই ব্যাগে রাখে, তবে ক্রেডিট কার্ড নিয়ে অনেকের অনেক রকম অস্বস্তি থাকতে পারে ৷ তবে ইন্ডিডাস ব্যাঙ্কের এই কার্ডের জন্য একসঙ্গেই আপনার হাতের মুঠোয় থাকবে ডেবিট ও ক্রেডিটের সুবিধা ৷ কীভাবে এি কার্ড ব্যবহার হবে? কার্ডটিতে ২টি EMV চিপ থাকবে ৷ চিপ দুটি দুরকম প্রয়োজনে ব্যবহার করা হবে ৷ Photo Collected
advertisement
4/5
হ্যাশট্যাগ কিপ ইট সিঙ্গল (#KeepItSingle)-র বার্তা নিয়ে বাজারে আসছে এই কার্ড, যা শুধু ব্যাগ হালকা রাখবে না মনও থাকবে হালকা ! যখন যেমন প্রয়োজন, তেমনভাবেই ব্যাবহার করতে পারবেন এই সিঙ্গল কার্ড ৷ এছাড়াও থাকছে অনেক রিওয়ার্ড পয়েন্টের সুবিধা ! প্রতি ১৫০ টাকা খরচে মিলবে ১টি রিওয়ার্ড পয়েন্ট ৷ পরে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে এই পয়েন্ট রিডিম করা যাবে ৷ Photo Collected
advertisement
5/5
এই কার্ডের মাধ্যমে একটি সিনেমার টিকিট কিনলে আর একটি মিলবে বিনামূল্যে ৷ বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও দেওয়া হবে বিশেষ সুবিধা, যা দেশের বাইরেও উপলব্ধ হবে ৷ অধিকাংশ ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের মাধ্যমে জ্বালানির কিনলে কিছু ছাড় পাওয়া যায় ৷ এই ডুয়ো কার্ডেও সেই সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও বিমার জন্যও সুবিধা মিলবে এই কার্ড ব্যবহারে ৷ তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি নিয়ে ফেলুন এই ডুয়ো কার্ডটি ৷ Photo Collected Disclaimer: This is a sponsored article and does not necessarily reflect the views of News18.com or Network18. News18.com doesn't hold any responsibility for the content.​
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতে এই প্রথম, একই কার্ডে ক্রেডিট-ডেবিটের সুবিধা ! জানুন বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল