দ্বিগুণ, তিনগুণ, চারগুণ....! লাফিয়ে বাড়ছে ফ্লাইট টিকিটের দাম! কলকাতা-দিল্লির টিকিট পৌঁছল ৮৫ হাজার, বেঙ্গালুরু ছুঁল ১ লাখ, লন্ডনের 'রাউন্ড ট্রিপ' হয়ে যাবে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indigo: এক লাফে দ্বিগুণ-তিনগুণ-চারগুণ বেড়েছে ভাড়া। এমনকী দেশের ব্যস্ততম রুটগুলির ভাড়া এখন আন্তর্জাতিক ফ্লাইটের রাউন্ড ট্রিপের চেয়েও বেশি। লন্ডন বা ইউরোপের ফ্লাইটের ক্ষেত্রে যেখানে তুলনায় কম খরচেই মিলছে টিকিট, সেখানে অভ্যন্তরীণ ট্রাভেলই হয়ে উঠতে চলেছে রীতিমতো বিলাসিতা।
advertisement
1/7

ইন্ডিগো ফ্লাইট বাতিলের জের! চরম অচলাবস্থায় দেশ জুড়ে কার্যত ধসে পড়েছে বিমান পরিষেবা। ইন্ডিগো প্রায় সাতশ বিমান বাতিল হওয়ার ফলে আতান্তরে পড়েছে গোটা বিমান পরিষেবা ব্যবস্থা। আর তারই জেরে লাফিয়ে বাড়ছে ফ্লাইট টিকিটের দাম।
advertisement
2/7
হঠাৎ আকাশছোঁয়া ভাড়ায় পৌঁছে গেছে অধিকাংশ রুটের টিকিট। শেষ মুহূর্তে অন্য এয়ারলাইনে সিট পেতে যাত্রীরা এখন বহু গুণ বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন। আর তাতেও যাত্রীদের পকেট খালি হওয়ার জের।
advertisement
3/7
এক লাফে দ্বিগুণ-তিনগুণ-চারগুণ বেড়েছে ভাড়া। এমনকী দেশের ব্যস্ততম রুটগুলির ভাড়া এখন আন্তর্জাতিক ফ্লাইটের রাউন্ড ট্রিপের চেয়েও বেশি। লন্ডন বা ইউরোপের ফ্লাইটের ক্ষেত্রে যেখানে তুলনায় কম খরচেই মিলছে টিকিট, সেখানে অভ্যন্তরীণ ট্রাভেলই হয়ে উঠতে চলেছে রীতিমতো বিলাসিতা।
advertisement
4/7
দিল্লি–মুম্বইয়ের (Delhi-Mumbai) রিটার্ন টিকিট এখন প্রায় ৬০ হাজার টাকা। সাধারণত শেষ মুহূর্তে বুক করলে যেটি ২০ হাজারের আশপাশে পাওয়া যায়। ওয়ানওয়ের জন্য লাগছে প্রায় ৩৫ হাজার। অন্যদিকে, বেশ কয়েকটি বিদেশি শহরে ফ্লাইটের খরচ এই মুহূর্তে দেশের ব্যস্ত ডোমেস্টিক রুটের তুলনায় বেশ কম।
advertisement
5/7
বিশ্বের অন্যতম ব্যস্ত রুট দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে ফ্লাইটের ভাড়া এখন ইকোনমি ক্যাটাগরিতে প্রায় ৬০,০০০ টাকা। অন্যান্য দিনগুলিতে, শেষ মুহূর্তে বুকিং করলেও যার দাম পড়ে মাত্র এক-তৃতীয়াংশর মতো, অর্থাৎ প্রায় ২০,০০০ টাকা। রাউন্ড ট্রিপের জন্য যা হয় বড়জোর ৩৫,০০০ টাকা।
advertisement
6/7
দিল্লি-কলকাতার ফ্লাইটের দাম আজ প্রায় ৩২,০০০ টাকা। আগামিকাল একই রুটে রাউন্ড ট্রিপের ভাড়া হয়ে গিয়েছে ৮৫,০০০ টাকা। অর্থাৎ ইউরোপ ভ্রমণের চেয়ে ব্যয়বহুল হতে চলেছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া।
advertisement
7/7
তুলনায়, দেশের সবচেয়ে সস্তা দিল্লি-লন্ডন ফ্লাইটের দাম প্রায় ২৫,০০০ টাকা, দিল্লি-প্যারিসের দাম ২৫,০০০ টাকারও কম। আর উভয় গন্তব্যে রাউন্ড ট্রিপের খরচ ৬০,০০০ টাকারও কম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দ্বিগুণ, তিনগুণ, চারগুণ....! লাফিয়ে বাড়ছে ফ্লাইট টিকিটের দাম! কলকাতা-দিল্লির টিকিট পৌঁছল ৮৫ হাজার, বেঙ্গালুরু ছুঁল ১ লাখ, লন্ডনের 'রাউন্ড ট্রিপ' হয়ে যাবে!