TRENDING:

এই প্রথম টাকার মান এত পড়ল, 'ধরাশায়ী' ভারতের মুদ্রা! এখন '১ ডলার' মানে কত টাকা জানেন?

Last Updated:
Indian Rupee: নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের নিরিখে হু হু করে কমেছে ভারতীয় টাকার দাম।
advertisement
1/8
এই প্রথম টাকার 'মান' এত পড়ল! 'ধরাশায়ী' ভারতের মুদ্রা, এখন '১ ডলার' মানে কত টাকা?
ক্রমশই পড়ছে টাকার মান। তবে এবার রেকর্ড ধস। ডলারের তুলনায় ভরতীয় মুদ্রার দাম আগে কখনও এত কম হয়নি। ১৯ ডিসেম্বর টাকার সর্ব শেষ মান কত হয়েছে জানেন ডলারের অনুপাতে? শুনলে লজ্জা করতে পারে।
advertisement
2/8
আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণনীতি নিয়ে সিদ্ধান্ত জানানোর আগেই পড়ল টাকার দর। বর্তমানে ১ ডলার মানে ভারতীয় মুদ্রায় ৮৫.০৭৭৫টাকা! বুধবার (১৮ ডিসেম্বর) থেকে আরও ৫ পয়সা দুর্বল হয়ে পড়েছে ভারতীয় মুদ্রা। যা নিয়ে চিন্তিত আর্থিক বিশ্লেষকেরা। কেন হল এমন?
advertisement
3/8
নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের নিরিখে হু হু করে কমেছে ভারতীয় টাকার দাম। ভারতীয় শেয়ার বাজারের থেকে মুখ ফিরিয়ে রয়েছেন বিদেশি লগ্নিকারীদের একটা বড় অংশ। অবিলম্বে পরিস্থিতির বদল না হলে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/8
মঙ্গলবার ৮৪.৯০ টাকায় বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। এর পর আরও কমল টাকার দর। ডলারের নিরিখে কমেই চলেছে টাকার দাম। শেয়ার বাজারের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় মুদ্রার মূল্যও ক্রমেই নীচের দিকে নামতে শুরু করেছে।
advertisement
5/8
এদিন সকালেই বিএসই সেনসেক্স ৮০,০০০-এর নীচে চলে যায় এবং নিফটি ৫০-এর সূচক ২৪,০০০ এর নীচে চলে যায়। সকাল সওয়া ৯টা নাগাদই বাজারের শুরুতে বিরাট ধাক্কা লাগে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর পকেটে।
advertisement
6/8
সর্বমোট ক্ষতির পরিমাণ বিএসই তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৪৪৬.৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। যার ফলে বৃহস্পতিবার কয়েক মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৬ কোটি টাকা উধাও হয়ে যায়। সব মিলিয়ে গত চারদিনের ক্ষতির পরিমাণে বিনিয়োগকারীরা প্রায় ১৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন।
advertisement
7/8
মার্কিন ফেড ব্যাঙ্কের প্রভাবেই মূলত এই বিরাট ক্ষতি শেয়ার বাজারে। গত ১৮ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভ আচমকাই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেয়। এর ফলে বৃহস্পতিবার ভারতীয় টাকা এই প্রথমবার ৮৫ টাকার উপরে চলে গিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৫ সালে আরও কিছু সুদের হার ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়ায় এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। 
advertisement
8/8
আর্থিক বিশেষজ্ঞদের একাংশের মতে শীঘ্রই আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমানোর কথা ঘোষণা করতে পারে। তাঁদের অনুমান, প্রায় ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। হার কমলে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলির বেশি লাভ করার সম্ভাবনা বাড়বে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই প্রথম টাকার মান এত পড়ল, 'ধরাশায়ী' ভারতের মুদ্রা! এখন '১ ডলার' মানে কত টাকা জানেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল