ওয়েটিং লিস্টে থাকলেও সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন টিকিট কনফার্ম হবে কি না, জেনে নিন কীভাবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Waiting Ticket Confirmed: টিকিট বুক করার সঙ্গে সঙ্গেই জানা যাবে যে এটি কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না। জেনে নেওয়া যাক কীভাবে!
advertisement
1/5

ট্রেন যাত্রীদের ওয়েটিং তালিকায় থাকা টিকিট নিয়ে দুশ্চিন্তার সীমা নেই। প্রায়ই দেখা যায় টিকিট শেষ পর্যন্ত কনফার্ম হয় না। এমন পরিস্থিতিতে, তাঁরা বুঝতে পারেন না যে যাত্রার জন্য প্রস্তুতি নেবেন কি না, কারণ ট্রেনের চার্ট মূলত ঘণ্টাচারেক আগে থেকে তৈরি করা হয়। চার্ট তৈরি হওয়ার পরে তাড়াহুড়ো করে প্রস্তুতি নেওয়া যায় না। অনেক যাত্রীকেই অনেক দূর থেকে এসে ট্রেন ধরতে হয়, তাই তাঁরা আরও আগে বাড়ি থেকে বেরিয়ে যান। এই সমস্যা এড়ানোর সহজ উপায় আছে বইকি! টিকিট বুক করার সঙ্গে সঙ্গেই জানা যাবে যে এটি কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না। জেনে নেওয়া যাক কীভাবে!
advertisement
2/5
উৎসবের মরশুমে ট্রেনের ওয়েটিং লিস্ট ২০০ থেকে ৩০০ পর্যন্ত ছাড়িয়ে যায়। ছুটির সময় এই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৫০০। সাধারণত, এই সময়ে ওয়েটিং কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ৬০ দিন আগে টিকিট বুক করা যাত্রী খুব কমই বা বাধ্য হয়ে যাত্রা বাতিল করেন। কিন্তু সাধারণ দিনে, প্রায় ২৬% পর্যন্ত ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
3/5
কেন না, কনফার্ম টিকিট পাওয়ার পরেও, প্রায় ২১% যাত্রী ভ্রমণ করেন না। এই ধরনের যাত্রীরা তাঁদের টিকিট বাতিল করেন। অন্য দিকে, চার্ট তৈরি হওয়ার পর, প্রায় ৫% যাত্রী ভ্রমণ করেন না, তাঁদের আসন খালি থাকে। এইভাবে, মোট ওয়েটিং টিকিটের মধ্যে প্রায় ২৬% যাত্রী ভ্রমণ করেন না। তাই ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে প্রায় ২৬%।
advertisement
4/5
সাধারণত একটি স্লিপার বা থার্ড এসি কোচে ৭২টি আসন থাকে, গড়ে প্রতি কোচে ১৭ থেকে ১৮টি ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ, সাধারণ দিনে, ১৭ থেকে ১৮টি টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এই যাত্রীরা তাঁদের টিকিট কনফার্ম হলে RAC বা পূর্ণ আসন পেতে পারেন।
advertisement
5/5
দূরপাল্লার একটি সম্পূর্ণ ট্রেনে ওয়েটিং টিকিটের পরিমাণের নিরিখে হিসেবটা বোঝা যাক! বেশিরভাগ দূরপাল্লার ট্রেনে ২২ থেকে ২৪টি কোচ থাকে। ইঞ্জিন এবং গার্ড কোচ ছাড়াও চারটি সাধারণ কোচ থাকে, এর বাইরেও, আটটি স্লিপার কোচ থাকে। এই ভাবে, কোচে ৭৫ থেকে ৮০টি ওয়েটিং টিকিট সহজেই কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে, ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে চার্ট প্রস্তুত করা হয়, তবে ভারতীয় রেল ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে চার্ট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। সেটা হলে আর হিসেবের প্রয়োজন হবে না, এমনিতেই বোঝা যাবে টিকিট কনফার্ম হল কি না! (Representative Image)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ওয়েটিং লিস্টে থাকলেও সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন টিকিট কনফার্ম হবে কি না, জেনে নিন কীভাবে