TRENDING:

'টিকিট কই আপনার...?' তড়িঘড়ি ডিউটিতে ফিরছিলেন সেনা জওয়ান, 'টিটি' যা করল তাঁর সঙ্গে, ভিডিও 'ফাঁস' হতেই ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে ছুটি মাঝপথেই শেষ করে জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তে দেশরক্ষার কাজে ফিরছিলেন সেনা অফিসাররা। কালবিলম্ব না করে তড়িঘড়ি রওনা দেন সেনা জওয়ান। কিন্তু এই সময়ই তাঁর সঙ্গে ঘটল অদ্ভুত ঘটনা।
advertisement
1/13
'টিকিট কই আপনার...?' তড়িঘড়ি ডিউটিতে ফিরছিলেন সেনা জওয়ান, 'টিটি' যা করল তাঁর সঙ্গে!
ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেনাকর্মী। পরিবারের সঙ্গে বহুদিন পরে বেশ আনন্দের সঙ্গে কাটাচ্ছিলেন সময়। কিন্তু এরইমধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হল অস্থিরতা। ভারতের 'অপারেশন সিঁদুর' ও তাঁর পরবর্তী সংঘাত আবহে ড্রোন, এয়ারস্ট্রাইক, আঘাত, প্রত্যাঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। সংঘর্ষ বাড়তেই দ্রুত কাজে যোগ দেওয়ার তলব এল কর্মক্ষেত্র থেকে। Image : News18
advertisement
2/13
আর এই সময়ই ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে ছুটি মাঝপথেই শেষ করে জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তে দেশরক্ষার কাজে ফিরছিলেন সেনা অফিসাররা। দেশের সীমান্ত রক্ষার বড় দায়িত্ব যে তাঁদেরই ঘাড়ে। তাই কালবিলম্ব না করে তড়িঘড়ি রওনা দেন সেনা জওয়ান। কিন্তু এই সময়ই তাঁর সঙ্গে ঘটল অদ্ভুত ঘটনা। Image : File Image
advertisement
3/13
বর্তমান ভারত পাক সংঘাত পরিস্থিতিতে যখন সারা দেশ সেনা জওয়ানদের সাহসিকতা ও বলিদানের প্রশংসা করছে তখন এই সেনা জওয়ানদের সঙ্গে হওয়া ঘটনা রীতিমতো নিন্দার ঝড় তুলেছে মুহূর্তের মধ্যে। পুরো কাণ্ড শুনলে চমকে যাবেন আপনিও। AI Generated Representative Image
advertisement
4/13
ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতে। তথ্য অনুযায়ী, গোয়ালিয়রের বাসিন্দা সুবেদার বিনোদ কুমার দুবে এবং অগ্নিবীর জহির খান তাঁদের আরও এক সঙ্গীর সঙ্গে মালওয়া এক্সপ্রেস ১২৯১৯-এ উঠেছিলেন। জরুরি ভিত্তিতে সীমান্তে ফিরতে হবে তাঁদের। AI Generated Collected Image
advertisement
5/13
কিছুদিন আগেই ছুটিতে বাড়ি এসেছিলেন তাঁরা এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সংঘাতের পরিবেশে তাঁদের অবিলম্বে কাশ্মীরে গ্রাউন্ড জিরোতে ফেরত আসার নির্দেশ আসে। সেইমতো তিনজন সেনা জওয়ান যত দ্রুত সম্ভব উঠে বসেছিলেন ট্রেনে।
advertisement
6/13
সাধারণ কামরার টিকিট ছিল তাঁদের কাছে। কিন্তু তাঁরা তিনজনই সংরক্ষিত বগিতে উঠে পড়েন। এরপর যখন ট্রেনটি সোনিপতের কাছে পৌঁছয়, তখন রেলের টিকিট চেকার তাঁদের কাছে এসে টিকিট চায়।
advertisement
7/13
সেনা জওয়ানরা তৎক্ষণাৎ তাঁদের পরিচয়পত্র দেখান এবং তাঁদের কাছে থাকা জেনারেল কোচের টিকিটও দেখান। কিন্তু টিকিট চেকার তাতে রাজি হননি। শুধু তাই নয়, দায়িত্বে থাকা টিকিট পরীক্ষক সেনা জওয়ানদের কাছ থেকে ১৫০ টাকা ঘুষ পর্যন্ত নেন।
advertisement
8/13
এরপরই ওই তিন সেনা জওয়ান এই পুরো ঘটনার একটি ভিডিও তৈরি করে এবং রেলের কাছে বিষয়টি সম্পর্কে অভিযোগ করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।
advertisement
9/13
ট্রেনের টিটিই-র বিরুদ্ধে অভিযোগ, পরিস্থিতি বিচার না করে টিকিট পরীক্ষক সেনা জওয়ানদের সঙ্গে যারপরনাই দুর্ব্যবহার করতে শুরু করেন। আবার তাঁদের কাছে চেয়ে বসেন 'ঘুষ'। সেনা জওয়ানরা এই ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিন্দার ঝড় বয়ে যায়।
advertisement
10/13
এই ভাবে দেশের অস্থির পরিস্থিতিতে কয়েকজন সেনাকর্মীর সঙ্গে এই ধরণের জঘন্য ব্যবহার নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক তুঙ্গে ওঠে। সীমান্তে দেশরক্ষার কাজে যাওয়া ভারতীয় সেনা জওয়ানদের কাছ থেকে ঘুষ নেওয়া সমর্থন করেন না কেউই।
advertisement
11/13
এই ঘটনায় ঘুষ নেওয়ার জন্য রেলের টিকিট চেকারকে অবশ্য চড়া মূল্য দিতে হয়। সীমান্ত থেকে ফিরে আসা ভারতীয় সেনা জওয়ানদের কাছ থেকে ঘুষ নেওয়া টিটিইকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে রেল।
advertisement
12/13
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, রেল গোটা বিষয়টি তদন্ত করছে। ইতিমধ্যেই ওই টিটিই-র বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে সিএমআই, সোনিপত একটি বিবৃতি দিয়েছেন।
advertisement
13/13
তিনি বলেন, সেনা জওয়ানদের সঙ্গে এ ধরনের আচরণ লজ্জাজনক এবং টিটিই-র বরং তাঁদের সাহায্য করা উচিত ছিল। এই গুরুতর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ভারতীয় রেল এই বিষয়ে মন্তব্য করে জানিয়েছে, বিতর্কের কেন্দ্রে থাকা ওই টিটিইর নাম দিলজিৎ সিং। ঘটনায় মামলার তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট রেলকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'টিকিট কই আপনার...?' তড়িঘড়ি ডিউটিতে ফিরছিলেন সেনা জওয়ান, 'টিটি' যা করল তাঁর সঙ্গে, ভিডিও 'ফাঁস' হতেই ছুটল ঘাম!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল