TRENDING:

Indian Railways: ২০ টাকার পেটভরা খাবার...! শিয়ালদহ-সহ বাংলার ৮ স্টেশনে চালু পরিষেবা! কী কী থাকছে মেনুতে? দেখুন তালিকা

Last Updated:
Indian Railways: দেশের মোট ৬৪টি স্টেশনে আপাতত চালু হয়েছে 'ইকোনমি মিল' পরিষেবা। এর মধ্যে উত্তর রেলের ১০টি স্টেশন, পূর্ব রেলওয়ের মোট ২৯টি স্টেশন, দক্ষিণ-মধ্য রেলওয়ের ৩টি স্টেশন, দক্ষিণ রেলের ৯টি স্টেশন ও পশ্চিম রেলের মোট ১৩টি স্টেশনে এই মিল চালু করা হয়েছে।
advertisement
1/14
২০ টাকার পেটভরা খাবার...! শিয়ালদহ-সহ বাংলার ৮ স্টেশনে চালু! কী কী থাকছে মেনুতে?
মাত্র ২০ টাকায় পেট ভরা খাওয়া। ট্রেনের জেনারেল কামরার যাত্রীদের জন্য দেশে চালু হয়েছে রেলের নয়া পরিষেবা, 'ইকোনমি মিল'।
advertisement
2/14
দেশ জুড়ে মোট ৬৪টি স্টেশনে চালু হয়েছে এই পরিষেবা। পূর্ব রেলের অন্তর্গত মোট ২৯টি স্টেশনে ২০ টাকায় খাবার পাবেন রেলের যাত্রীরা।
advertisement
3/14
দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের খাবার অপেক্ষাকৃত দামি। মূলত, স্লিপার এবং এসি কামরার যাত্রীরাই সেই খাবার অর্ডার দিতে পারেন।
advertisement
4/14
জেনারেল কামরার যাত্রীদের ট্রেনে যাত্রা করার সময় নিজেদের খাবার নিয়ে যেতে হয়। নয়ত স্টেশনে নেমে কিছু কিনতে হয়।
advertisement
5/14
দেশের মোট ৬৪টি স্টেশনে আপাতত চালু হয়েছে 'ইকোনমি মিল' পরিষেবা। এর মধ্যে উত্তর রেলের ১০টি স্টেশন, পূর্ব রেলওয়ের মোট ২৯টি স্টেশন, দক্ষিণ-মধ্য রেলওয়ের ৩টি স্টেশন, দক্ষিণ রেলের ৯টি স্টেশন ও পশ্চিম রেলের মোট ১৩টি স্টেশনে এই মিল চালু করা হয়েছে।
advertisement
6/14
 জেনারেল বা অসংরক্ষিত কামরার যাত্রীরা এই সব স্টেশন থেকে নামমাত্র দামে খাবার কিনতে পারবেন।
advertisement
7/14
পূর্ব রেলের মোট ২৯টি স্টেশনে আপাতত এই পরিষেবা চালু হয়েছে। এই স্টেশনগুলি থেকে জেনারেল কামরার যাত্রীরা ২০ টাকার ইকোনমি মিল বা ৫০ টাকার কম্বো প্লেট কিনতে পারবেন।
advertisement
8/14
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদায় এই পরিষেবা থাকবে যাত্রীদের জন্য। তাছাড়াও খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, হিজলিতেও মিলবে এই স্বল্প মূল্য আহারের পরিষেবা।
advertisement
9/14
জেনারেল কামরার যাত্রীরা সাধারণত আর্থিক ভাবে সেভাবে স্বচ্ছল হন না। এই কথা মাথায় রেখেই 'ইকোনমি মিল' চালু করা হয়েছে।
advertisement
10/14
এদিকে অনেক সময়ই স্টেশনে খাবার কিনতে নামতে হত জেনারেলের যাত্রীদের। এরপর ফের ট্রেনে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়তেন। এই পরিস্থিতিতে নয়া পরিষেবায় যাত্রী সুরক্ষাও নিশ্চিত হবে বলে আশা করছেন রেল কর্তারা।
advertisement
11/14
২০ টাকার 'ইকোনমি মিল'-এর প্যাকেটের মেনু কী কী? ৭টা কচুরি বা লুচি, আলুর তরকারি ও চাটনি বা আচার।
advertisement
12/14
এছাড়াও রয়েছে ৫০ টাকার একটি কম্বো প্লেটের বিকল্পও রয়েছে। তার মধ্যে আবার হরেক রকমের আলাদা আলাদা বিকল্প রয়েছে। প্রতীকী ছবি
advertisement
13/14
খিচুড়ি, ছোলা -বাটুরে, রাজমা-ভাত, মশালা ধোসার মতো খাবার নিজের ইচ্ছে মতো কিনে নেওয়া যাবে মাত্র ৫০ টাকাতেই।
advertisement
14/14
এদিকে এই ইকোনমি মিল কিনতে গেলে টিকিটও দেখাতে হবে না বলে জানিয়েছে রেল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ২০ টাকার পেটভরা খাবার...! শিয়ালদহ-সহ বাংলার ৮ স্টেশনে চালু পরিষেবা! কী কী থাকছে মেনুতে? দেখুন তালিকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল