Indian Railways: ট্রেনের ওয়েটিং টিকিট হয়ে যাবে দ্রুত ‘কনফার্ম’? টিকিট কাটার সময় করতে হবে...৯৯% লোকজনই জানেন না এই ট্রিক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Train Ticket: রেলওয়ে এমন যাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে, যার মাধ্যমে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়
advertisement
1/9

কোটি কোটি মানুষের প্রতিদিনের ভরসা, দেশের যোগাযোগ ব‍্যবস্থার শিরদাঁড়া হল রেল। যাত্রা দীর্ঘ হোক বা ক্ষুদ্র, বেশিরভাগজনেই যাতায়াতের জন‍্য বেছে নেন ট্রেন। সামনেই পুজো, দীপাবলির মতো উত্‍সব। উত্‍সবের বাড়ি ফেরার ধুম থাকে। তাই এ সময় ভিড়ও বেড়ে যায় ট্রেনে।
advertisement
2/9

আর তাই ট্রেনের টিকিট অনেক সময় হয়ে যায় ওয়েটিং। উৎসব, দীর্ঘ ছুটি বা বিশেষ উপলক্ষে ট্রেনের জায়গা সীমিত থাকার কারণে টিকিট বুকিং হলেও কনফার্মেশন না পাওয়া বর্তমানে খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মুশকিলে পড়তে হয় যাত্রীদের। অনেক সময় একেবারে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করতে হয়।
advertisement
3/9
তবে অনেক যাত্রীই জানেন না এই সমস‍্যার সহজ সমাধান দিয়েছে রেলওয়ে। এই পদ্ধতিতে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়।
advertisement
4/9
রেলওয়ে এমন যাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে, যার মাধ্যমে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তৎকাল টিকিট বুকিং এবং বিকল্প স্কিম। এই বিকল্পগুলি যাত্রীদের স্বস্তি দেয়, বিশেষ করে ভিড়ের মৌসুমে।
advertisement
5/9
এতে তৎকাল টিকিট এবং বিকল্প স্কিম অন্তর্ভুক্ত রয়েছে। তৎকাল টিকিট তৎকাল যাত্রা করার জন্য, আর বিকল্প স্কিম ওয়েটিং টিকিটধারীদের অন্য ট্রেনে সিট দিয়ে দেয়। অর্থাত্‍ বিকল্প স্কিমের আওতায় ট্রেনের টিকিট অন‍্য ট্রেনে বরাদ্দ হয়ে যায়।
advertisement
6/9
তৎকাল টিকিট: যদি আপনাকে হঠাৎ কোথাও যেতে হয়, তাহলে তৎকাল টিকিট সবচেয়ে ভরসাযোগ‍্য বিকল্প। যাত্রার তারিখের ঠিক একদিন আগে উপলব্ধ থাকে তত্‍কালের সুবিধা। যদি আপনার নর্মাল টিকিট কনফার্ম না হয়, তাহলে আপনি তৎকাল টিকিট বুক করে সহজেই যাত্রা করতে পারেন।
advertisement
7/9
স্মার্ট বুকিংয়ের পদ্ধতি: এই সুবিধা ওয়েটিং টিকিটধারী যাত্রীদের জন্য উপযোগী। যদি আপনার নির্বাচিত ট্রেনে টিকিট কনফার্ম না হয়, তাহলে রেলওয়ে আপনাকে অন্য ট্রেনে কনফার্ম সিট অ‍্যালট করে দেয়। এর জন্য কোনও অতিরিক্ত ফি লাগে না। টিকিট বুকিংয়ের সময়ই বিকল্প স্কিমে অপ্ট-ইন করতে হয়।
advertisement
8/9
এই সুবিধাগুলির সঠিক ব্যবহারতৎকাল টিকিট সরাসরি IRCTC বা রেলওয়ে স্টেশন থেকে বুক করা যায়। বিকল্প স্কিম নির্বাচন করার পর যদি সিট কনফার্ম না হয়, তাহলে সিস্টেম নিজে থেকেই অন্য ট্রেনে সিট আলট করে দেয়।
advertisement
9/9
এই দুটি বিকল্প যাত্রীদের বড় স্বস্তি দেয়, বিশেষ করে দীপাবলি, ছট, হোলি বা গ্রীষ্মের ছুটিতে যখন ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ হয়। যদিও ১০০% কনফার্মেশনের গ্যারান্টি নেই, তবে সিট পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনের ওয়েটিং টিকিট হয়ে যাবে দ্রুত ‘কনফার্ম’? টিকিট কাটার সময় করতে হবে...৯৯% লোকজনই জানেন না এই ট্রিক