Indian Railways: ভারতীয় রেলে এবার বেবি বার্থ! কোন ট্রেনে মিলবে সুবিধে? খরচই বা কত হবে? জানুন যাবতীয়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: এক বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল। নতুন ব্যবস্থা অনুযায়ী ট্রেনের নীচের বার্থের সঙ্গে একটি বিশেষ বার্থ জুড়ে দেওয়া হয়েছে।
advertisement
1/7

যাত্রীসুরক্ষায় এবার অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার ফের এক বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল। নতুন ব্যবস্থা অনুযায়ী ট্রেনের নীচের বার্থের সঙ্গে একটি বিশেষ বার্থ জুড়ে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় এই বিশেষ বার্থ রাখার কারণটা ঠিক কী সেই বিষয়ে প্রশ্ন জেগেছিল সকলের মনেই। তবে পরে তা পরিষ্কার হয়ে যায়।
advertisement
2/7
লোয়ার বার্থের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। আপাতত এসি টু ও থ্রি টায়ারে এই ব্যবস্থা চালু হচ্ছে। পরীক্ষামূলক ভাবে নর্দান রেলওয়ে এটি শুরু করছে। ধাপে ধাপে রাজধানী, দুরন্ত মতো সব দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকবে।
advertisement
3/7
বেবি বার্থগুলি ৭৭০ মিমি লম্বা, ২৫৫ মিমি চওড়া,৭৬.২ মিমি উচ্চতায় থাকছে। আগামী দিনে CRIS রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বদল আনছে সেখানে বেবি বার্থ সহ সিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে।
advertisement
4/7
মূলত লখনউ রেল কর্তৃপক্ষের তরফ থেকে শিশুদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ট্রেনের নীচের বার্থের সঙ্গে তুলনায় ছোট সাইজের একটি নতুন বার্থ জুড়ে দেওয়া হয়েছে।
advertisement
5/7
এটিকে বলা হয় ‘বেবি বার্থ’। মহিলারা সন্তানদের নিয়ে এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে অনেক সমস্যার সম্মুখীন হন। এই বেবি বার্থের দৌলতে সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন বলে আশা করা যাচ্ছে।
advertisement
6/7
এতদিন সাধারণ যাত্রী ও শিশুদের জন্য আলাদা বার্থের ব্যবস্থা ছিলনা। ফলে একই সিটে সন্তানকে নিয়ে কষ্ট করে শুতে হত মায়েদের। এমনকি এর ফলে সিট থেকে বাচ্চাদের পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতো।
advertisement
7/7
তবে সাধারণ বার্থের সঙ্গে একটি বিশেষ বার্থ জুড়ে দেওয়ায় এবার থেকে শিশুদের শুতে আর কোনও সমস্যা হবে না। এমনকি বাচ্চারা যাতে পড়ে না যায় তার জন্য বার্থের সঙ্গে একটি স্টপারও জুড়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে এবার থেকে মা ও সন্তান উভয়ের জন্যই ট্রেন যাত্রা অত্যন্ত সুবিধাজনক হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ভারতীয় রেলে এবার বেবি বার্থ! কোন ট্রেনে মিলবে সুবিধে? খরচই বা কত হবে? জানুন যাবতীয়...