Rail: রেলের বিরাট উদ্যোগ! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য দারুণ খবর, নয়া এই ব্যবস্থায় বেজায় খুশি সবাই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Rail: রেলের টিকিট কাউন্টার গুলিতে কিউআর কোড পরিষেবা চালু করা হয়েছে, পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা, এই পদ্ধতি চালু হয় অনেকটাই সুবিধা
advertisement
1/6

*খুচরো টাকা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছিল। খুচরো পয়সা দিতে না পারায় অনেক সময় কাউন্টার থেকে টিকিট কাটতে সমস্যা তৈরি হত। জরুরী অবস্থায় খুচরোর জন্যই অনেক সময় টিকিট কাটতে পারেননী যাত্রীরা। খুচরো মেটানোর জন্য টিকিট কাউন্টারের সামনে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হয়েছে বহু যাত্রীদের। এবার ট্রেনের সাধারণ টিকিট বা রিজার্ভেশন টিকিট করার সময় স্টেশনের কাউন্টার গুলিতে আর অপেক্ষায় থাকতে হবে না খুচরোর জন্য। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*রেলের পক্ষ থেকে ইতিমধ্যে বড় বড় স্টেশন গুলিতে চালু করা হচ্ছে কিউআর কোড। রেল যাত্রী সিমু বিশ্বাস বলেন, আগে খুচরো টাকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। কখনও কখনও বাইরে থেকে খুচরো টাকা নিয়ে এসে কাউন্টারে দিলে টিকিট সংগ্রহ করা যেত। কিউআর কোড চালু হয় এই সমস্যার থাকছে না। আমরা খুশি। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*মালদহ রেল ডিভিশনের একাধিক বড় বড় স্টেশনে এবার এই কিউআর কোড পরিষেবা চালু করা হয়েছে। অনলাইন পদ্ধতিতে টিকিট কাটার পয়সা মেটানো যাবে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং নগদবিহীন লেনদেন উদ্দেশ্যে ভারতীয় রেল এই পরিষেবা চালু করছে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*ইতিমধ্যে মালদহ ডিভিশনের সাতটি বুকিং কাউন্টারে অনলাইন ইউপিআই পেমেন্টের জন্য কিউআর কোড ডিভাইস চালু করা হয়েছে।বর্তমানে প্রায় সমস্ত ক্ষেত্রেই অনলাইন লেনদেন চালু হয়েছে। তবে ভারতীয় রেলের স্টেশনগুলির টিকিট কাউন্টারে এতদিন এই সিস্টেম চালু ছিল না। ফলে প্লাটফর্ম টিকিট বা সাধারণ টিকিট কাটার সময় মূলত সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যে এই অনলাইন পদ্ধতিতে ক্যাসলেস পেমেন্টের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মালদহ ডিভিশনাল ম্যানেজার মনিশ কুমার গুপ্তা বলেন, ক্যাটলেস পরিষেবা চালু করতেই স্টেশনের কাউন্টার গুলিতে কিউআর কোড চালু করা হয়েছে। এই পদ্ধতিতে খুব সহজেই অনলাইনে টিকিটের দাম দিতে পারবেন যাত্রীরা। এই পদ্ধতি খুব সহজ। একাধিক সুবিধা রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*যাত্রীরা খুব সহজে দ্রুত টিকিট কাউন্টার গুলিতে টিকিট কাটতে পারবেন। ক্যাসলেস পদ্ধতি চালু হওয়ায় দীর্ঘলাইন আর তেমন না হওয়ার সম্ভাবনা রয়েছে টিকিট কাউন্টারগুলিতে। অনলাইন পদ্ধতিতে টাকা পেমেন্ট খুব দ্রুত সম্ভব। দ্রুত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। খুচরো লেনদেনের কোনও সমস্যা আর থাকলো না এই অনলাইন পদ্ধতি চালু হয়। রেলের এই পদ্ধতি অধিকাংশ স্টেশনের টিকিট কাউন্টারগুলিতে চালু হওয়ায় খুশি যাত্রীরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rail: রেলের বিরাট উদ্যোগ! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য দারুণ খবর, নয়া এই ব্যবস্থায় বেজায় খুশি সবাই