TRENDING:

লটারিতে জিতলেন ২৪০ কোটি টাকা! ছোট্ট এক 'ট্রিক' খাটিয়েছিলেন এই যুবক, জানলে আপনিও মালামাল হবেন!

Last Updated:
Indian Wins UAE Lottery Bags Record 240 Crore: সংযুক্ত আরব আমিরশাহিতে লটারি জিতে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন দক্ষিণ ভারতের যুবক অনিলকুমার বল্লা মাধবরাও বল্লা। কী ভাবে সম্ভব হল? জানালেন সেই 'সিক্রেট'!
advertisement
1/14
লটারিতে জিতলেন ২৪০ কোটি টাকা! ছোট্ট এক 'ট্রিক' খাটিয়েছিলেন এই যুবক, জানলে আপনিও পাবেন
একে বলে কপাল? নাকি, কাজে লাগালেন বিশেষ বুদ্ধি? সংযুক্ত আরব আমিরশাহিতে লটারি জিতে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছে দক্ষিণ ভারতের যুবক অনিলকুমার বল্লা মাধবরাও বল্লার। কী ভাবে? বুঝে নিন 'ট্রিক'।
advertisement
2/14
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কী ভাবে বেছে নিয়েছিলেন সেই লটারি টিকিট, যা তাঁকে এনে দিল প্রায় ২৪০ কোটি টাকার পুরস্কার।
advertisement
3/14
মাত্র দেড় বছর হল অনিলকুমার আমিরশাহিতে আছেন। সেখানেই তিনি কিনেছিলেন লটারির টিকিট। তার পরেই সব বদলে গেল।
advertisement
4/14
অনিল জানান, তিনি একবারেই ১২টি টিকিট কিনেছিলেন। সেই টিকিটগুলির মধ্যেই লুকিয়ে ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো নম্বর।
advertisement
5/14
জেতার খবর পেয়ে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। স্মৃতি রোমন্থন করে অনিল বলেন, “আমি তখন সোফায় বসেছিলাম। হঠাৎ ফোনে দেখি, আমি জিতে গেছি। মুহূর্তে মাথা ঘুরে গেল, কিছু বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল— হ্যাঁ, এটাই সত্যি!”
advertisement
6/14
কিন্তু কী ভাবে তিনি বেছে নিয়েছিলেন সেই 'লাকি' টিকিট? শুনলে আশ্চর্য হবেন। কিন্তু গল্প নয়, সত্যি!
advertisement
7/14
অনিলকুমারের কথায়, তিনি “Easy Pick” অপশন ব্যবহার করেছিলেন— অর্থাৎ সিস্টেম নিজে থেকেই কিছু নম্বর বেছে দেয়। কিন্তু একটি নম্বর তিনি ইচ্ছাকৃতভাবে নিজেই বেছে নিয়েছিলেন। কী সেই নম্বর? জানলে আপনিও চেষ্টা করতে পারবেন।
advertisement
8/14
একটি সাধারণ Easy Pick টিকিট, একটি ১১ নম্বর আর মায়ের প্রতি একটিমাত্র ভালোবাসার ইঙ্গিত— এই তিন মিলেই তৈরি হল এক অবিশ্বাস্য বাস্তব গল্প, যেখানে অনিলকুমার বল্লা এক রাতেই হয়ে গেলেন ২৪০ কোটির ভাগ্যবান বিজেতা।
advertisement
9/14
তিনি বলেন, “শেষ সংখ্যাটা আমি নিজের হাতে বেছে নিয়েছি। সেটি আমার মায়ের জন্মমাস— ১১ নম্বর। আমি কোনও জাদু করিনি, স্রেফ সহজভাবে এই নম্বরগুলো বেছে নিয়েছিলাম।”
advertisement
10/14
এই বিপুল অর্থের মালিক হওয়ার পর এখন অনিলের ভাবনা একটাই— কী ভাবে টাকাটা সঠিকভাবে ব্যবহার করা যায়। তিনি বলেন, “আমি ভাবছি কীভাবে এই টাকা বিনিয়োগ করব। টাকাটা যেন সঠিকভাবে কাজে লাগে, সেটাই এখন লক্ষ্য। আমি এখন সত্যিই অনুভব করছি, আমার হাতে অর্থ আছে। কিন্তু এই অর্থের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে। আমি চাই সঠিক চিন্তাভাবনা নিয়ে বড় কিছু করতে।”
advertisement
11/14
নিজের ব্যক্তিগত স্বপ্ন নিয়েও কথা বলেছেন তিনি। অনিল জানান, তিনি একটি সুপারকার কিনতে চান, একটি লাক্সারি রিসর্টে উদ্‌যাপন করতে চান, এবং সবচেয়ে বড় ইচ্ছে— নিজের পরিবারকে সংযুক্ত আরব আমিরশাহিতে এনে তাঁদের সঙ্গে থেকে জীবন উপভোগ করা। তাঁর কথায়, “আমার মা-বাবার স্বপ্ন খুব ছোট। আমি চাই তাঁদের সব স্বপ্ন পূরণ করতে। তাঁদের দেখভাল করতে চাই সারাজীবন।”
advertisement
12/14
অনিল জানিয়েছেন, তিনি জেতা অর্থের একটি অংশ দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের সাহায্যে দান করবেন। তাঁর বিশ্বাস, “এই দান সত্যিই যাদের প্রয়োজন, তাদের কাছেই পৌঁছে যাবে।”
advertisement
13/14
অন্য লটারি খেলোয়াড়দের উদ্দেশে অনিল বলেছেন, “আমি বিশ্বাস করি, সবকিছুই কোনও না কোনও কারণে ঘটে। তাই বলব— হাল ছাড়বেন না, খেলা চালিয়ে যান। একদিন না একদিন ভাগ্য আপনাকেও খুঁজে নেবে।”
advertisement
14/14
শেষে তিনি The UAE Lottery-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই The UAE Lottery-কে। এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি চাই এমন সুযোগ আরও বহু বছর ধরে মানুষ পেয়ে যাক।”
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লটারিতে জিতলেন ২৪০ কোটি টাকা! ছোট্ট এক 'ট্রিক' খাটিয়েছিলেন এই যুবক, জানলে আপনিও মালামাল হবেন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল