Indian Currency: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Currency Price: বলে রাখা ভাল যে ভারতের টাকার মান পড়শি দেশগুলির ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এক একেটি দেশে ভারতের টাকার মান এক একরকম।
advertisement
1/9

একটা সময়ে ডলারের দাম ভারতীয় টাকার তুলনায় কম ছিল। এখন ছবি বদলে গিয়েছে পুরোটাই।
advertisement
2/9
ডলারের তুলনায় বর্তমানে ভারতের টাকার মান অনেকটা কমে গেলেও পড়শি দেশগুলোর ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারে আলাদা- সেখানে ভারতের টাকার মান খুব কম কিন্তু নয়।
advertisement
3/9
মানে, ভারতীয়রা যাঁরা নিচের তালিকাভুক্ত দেশগুলোয় যাবেন, কাজের সূত্রেই হোক বা ভ্রমণের স্বার্থে, সেখানে তাঁদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে।
advertisement
4/9
পড়শি দেশগুলোয় ভারতের ১ টাকার মূল্যই কতগুণ হয়ে যায়, জানলে সত্যি অবাক হতে হয়। সেই দেশগুলোয় যাওয়ার জন্য তখন মন আনচান করে বইকি!
advertisement
5/9
সৌন্দর্য আর কেনাকাটা, দুটোই যে মন ভরিয়ে দেবে। অতএব, জেনে নেওয়া যাক পড়শি দেশগুলোয় ভারতের টাকার মান কত।
advertisement
6/9
বলে রাখা ভাল যে ভারতের টাকার মান পড়শি দেশগুলির ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এক একেটি দেশে ভারতের টাকার মান এক একরকম। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের পড়শি দেশে ভারতের ১ টাকা কতগুণ হতে পারে।
advertisement
7/9
- ভারতীয় ১ টাকার দাম পড়সি দেশ নেপালে প্রায় ১.৬০ গুণ বেশি। - পাকিস্তানে ভারতের ১ টাকার দাম, ২.৫ পাকিস্তানি রুপির সমান। - বাংলাদেশে ভারতের ১ টাকার দাম, ১.৫ বাংলাদেশি টাকার সমান।
advertisement
8/9
- শ্রীলঙ্কায় ভারতের ১ টাকার দাম, ২.৫ শ্রীলঙ্কান রুপির সমান। - ভুটানে ভারতের ১ টাকার দাম, ১ ভুটানি চটেমির সমান। - চিনে ভারতের ১ টাকার দাম, ০.১৪ চিনা ইউয়ানের সমান।
advertisement
9/9
- আফগানিস্তানে ভারতের ১ টাকার দাম, ১.৫ আফগানির সমান।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Currency: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন!