TRENDING:

Independence Day 2021: Modi-র বড় ঘোষণা! আসছে National Hydrogen Mission, India-তে ট্রেন-গাড়ি চলবে জলে

Last Updated:
তেলে নয় দেশে Train-Bus চলবে জলে, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement
1/10
Modi-র বড় ঘোষণা! আসছে National Hydrogen Mission, India-তে ট্রেন-গাড়ি চলবে জলে
৭৫ তম স্বাধীনতা দিবসে (75th Independence day) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বড় ঘোষণা করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
বেশ কিছু ঘোষণা পিএম মোদি (Narendra Modi) করলেও তার মদ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ন্যাশন্যাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
গ্রিন এনার্জি (Green Energy) বা সবুজ শক্তিকে ভবিষ্যত আর সুরক্ষিত করার জন্য ভারতকে আত্মনির্ভর করতে হবে তাতেই যাবতীয় উন্নতি হবে দেশের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
মোদি জানিয়েছেন একটি লম্ব লাফ দিতে দেশের প্রয়োজন ন্যাশন্যাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) ৷ এরফলে পেট্রোল-ডিজেলের চাহিদা (Petrol-Diesel Demand) কমবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
অপরিশোধিত তেলের (Crude Oil) উপরে নির্ভরশীলতা কমলেই আস্তে আস্তে আত্মনির্ভর হবে দেশ ৷ কমবে বায়ুদূষণ (Air Pollution) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
হাইড্রোজেনকে কমপ্রেস ন্যাচরাল গ্যাস (CNG) মিশিয়ে ব্যবহার করা যাবে ৷ তিরঙ্গাকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীর ন্যাশন্যাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) ঘোষণা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
এখানেই শেষ নয় ট্রেন থেকে গাড়ি সবই চলবে তেলে নয় জলে ৷ প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হবে ৷ জলকে ইলেকট্রোলিসিস করে সেখান থেকে হাইড্রোজেন (Hydrogen) সংগ্রহ করে তার সাহায্য গাড়ি চলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
দ্বিতীয় প্রযুক্তিতে ন্যাচরাল বা প্রাকৃতিক গ্যাসকে হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইডে (Co2) ভেঙে হাইড্রোজেনকে জ্বালানির বিকল্প রূপে ব্যবহার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
সেই আলাদা হয়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড দিয়ে স্পেস, এয়ারোস্পেস, অটো, জলচালিত জাহাজ ও ইলেকট্রিকের বিভিন্ন উপকরণ প্রস্তুত করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
ভারতীয় রেল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission), হাইড্রোজেল জ্বালানির সেলের কাজ শুরু করে দিয়েছে ৷ এই প্রযুক্তি উত্তর রেলওয়ে সোনিপত-জিন্দ বিভাগে ডেমো ট্রেনে কার্যকর করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Independence Day 2021: Modi-র বড় ঘোষণা! আসছে National Hydrogen Mission, India-তে ট্রেন-গাড়ি চলবে জলে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল