Income Tax Return এসেছে কি না তা কীভাবে বোঝা যেতে পারে? এক নজরে দেখে নিন এই সহজ উপায়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Return: এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে কি না, তা কীভাবে চেক করা যেতে পারে।
advertisement
1/9

হাতে সময় এখনও যে একেবারেই নেই, এমনটা কিন্তু নয়। ভারত সরকারের আয়কর দফতর স্পষ্টভাবে বলেই দিয়েছে যে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আর্থিক বছর ২০২৩-২০২৪-এর জন্য আইটিআর ফাইল করলেই হল। তবে, অনেকেই এর মধ্যে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করে দিয়েছেন। নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করে দিয়ে এখন তাঁরা রিটার্ন পাওয়ার আশায় বসে রয়েছেন।
advertisement
2/9
আয়কর রিটার্ন এসেছে কি না, তা কীভাবে বোঝা যেতে পারে? এক নজরে দেখে নেওয়া যাক এই সহজ উপায়। এই উপায়ের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে কি না, তা চেক করা যেতে পারে।
advertisement
3/9
এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে কি না, তা কীভাবে চেক করা যেতে পারে।
advertisement
4/9
স্টেপ ১ -সবার প্রথমে আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservi-এ যেতে হবে এবং লগ ইন করতে হবে।
advertisement
5/9
স্টেপ ২ -আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservi-তে লগ ইন করতে ইউজার আইডি, প্যান নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করতে হবে। এরপর লগ ইন করতে হবে।
advertisement
6/9
স্টেপ ৩ -এরপর 'ই-ফাইলিং' অপশনের মধ্যে থাকা 'ফাইল করা রিটার্ন' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/9
স্টেপ ৪ -এরপর নিজেদের করা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের বিবরণ দেখে নিতে হবে। এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের বিবরণ দেখার জন্য 'View Details' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/9
স্টেপ ৫ -যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জারি করে দেওয়া হয়, তাহলে সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিলের বিবরণ, রিফান্ডের পরিমাণ এবং রিফান্ড দেওয়ার তারিখ দেখা যাবে।
advertisement
9/9
এই সহজ উপায়ে ঘরে বসেই জেনে নেওয়া যেতে পারে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের যাবতীয় বিবরণ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Return এসেছে কি না তা কীভাবে বোঝা যেতে পারে? এক নজরে দেখে নিন এই সহজ উপায়