কর ফাঁকি রুখতে আরও কড়াকড়ি, জরিমানার পাশাপাশি হতে পারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড
Last Updated:
advertisement
1/4

শত চেষ্টা করেও কর ফাঁকির হাত থেকে পুরোপুরি মুক্তি করা যাচ্ছে না এদেশকে ৷ জিএসটি থেকেও প্রত্যাশার তুলনায় আয় অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে কর ফাঁকি রুখতে আরও কড়া হচ্ছে সরকার ৷ Representational Image
advertisement
2/4
এই পরিস্থিতিতে যে সমস্ত ব্যবসায়ী টানা ছ’মাস জিএসটি-র রিটার্ন দাখিল করবেন না, তাঁদের ই-ওয়ে বিল তৈরির উপরে বসতে চলেছে নিষেধাজ্ঞা। Representational Image
advertisement
3/4
কর ফাঁকি রুখতে শীঘ্রই চালু হবে পণ্য সরবরাহের বৈদ্যুতিন বিল আটকে দেওয়ার এই ব্যবস্থা। Representational Image
advertisement
4/4
গত বছর ১ এপ্রিল চালু হয় ই-ওয়ে বিল ৷ ওই মাসেই রাজ্যের মধ্যে জিনিসপত্র পরিবহণের ক্ষেত্রেও চালু হয় ৷ গত ৯ মাসে জিএসটি বা কর ফাঁকির ৩৬২৬টি ঘটনা ধরতে পেরেছেন কর দফতরের কর্তারা ৷ ভবিষ্যতে কর ফাঁকি রুখতে আরও কড়া হতে চলেছে সরকার ৷ কর ফাঁকি দিলে হতে পারে জেলও ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কর ফাঁকি রুখতে আরও কড়াকড়ি, জরিমানার পাশাপাশি হতে পারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড