TRENDING:

Income Tax Notice: এই ১১ ভুলের কারণে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর, সতর্ক থাকুন

Last Updated:
Income Tax Notice: ইনকাম ট্যাক্স রিটার্নে সবকিছু যথাযথ হওয়াটা গুরুত্বপূর্ণ। ভুলচুক হলে আয়কর দফতর নোটিস পাঠাতে পারে।
advertisement
1/9
এই ১১ ভুলের কারণে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর, সতর্ক থাকুন
চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, সবাইকেই আয়-ব্যয় সম্পর্কিত তথ্য সরকারকে জানাতে হয়। এর নাম ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’। এর মাধ্যমে করদাতা তাঁর বার্ষিক আয়, বিনিয়োগ ইত্যাদি খুঁটিনাটি তথ্য কেন্দ্রকে দেন।
advertisement
2/9
আসন্ন সময়টা করদাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ট্যাক্স সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। এরপর শুরু হয় রিটার্ন ফাইল করার টাইমলাইন। তবে তাড়াহুড়োর কারণে এই সময় অনেকেই ভুল করে বসেন।
advertisement
3/9
ইনকাম ট্যাক্স রিটার্নে সবকিছু যথাযথ হওয়াটা গুরুত্বপূর্ণ। ভুলচুক হলে আয়কর দফতর নোটিস পাঠাতে পারে। তাই সতর্ক থাকতে হবে। কোন ১১টি ভুলের কারণে করদাতার কাছে ইনকাম ট্যাক্সের নোটিস আসতে পারে জেনে নেওয়া যাক।
advertisement
4/9
ইনকাম ট্যাক্স রিটার্নে সবকিছু যথাযথ হওয়াটা গুরুত্বপূর্ণ। ভুলচুক হলে আয়কর দফতর নোটিস পাঠাতে পারে। তাই সতর্ক থাকতে হবে। কোন ১১টি ভুলের কারণে করদাতার কাছে ইনকাম ট্যাক্সের নোটিস আসতে পারে জেনে নেওয়া যাক।
advertisement
5/9
প্রথম ভুল: আয়কর রিটার্ন দাখিলের জন্য ৭ রকমের ফর্ম হয়। করদাতাকে তাঁর ক্যাটেগরি অনুযায়ী বাছতে হয় নির্দিষ্ট ফর্ম। এখানেই হয় প্রথম ভুল। অনেকেই ভুল ফর্মে আইটিআর দাখিল করেন। এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের নোটিস আসতে পারে।
advertisement
6/9
দ্বিতীয় ভুল: ব্যক্তিগত তথ্যে ভুল থাকা উচিত নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আধার নম্বর, প্যান নম্বর থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত ভুল দিতে দেখা গিয়েছে। তাই সতর্ক থাকা উচিত।তৃতীয় ভুল: ইনকাম ট্যাক্স রিটার্নে সম্পূর্ণ তথ্য জানানো বাধ্যতামূলক। কোনও কিছুই লুকনো যাবে না। কিন্তু এক্ষেত্রেও অনেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে বসেন। অপ্রয়োজনীয় ভেবে সব তথ্য দেন না।
advertisement
7/9
চতুর্থ ভুল: টিডিএস এবং আয়ের মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। ২৬ এএস-এ যেন এই ভুল না হয়। এই বিষয়টা করদাতাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।পঞ্চম ভুল: দেরিতে আয়কর রিটার্ন দাখিল বা আয়কর রিটার্ন দাখিলের পর যাচাই না করাও বড় ভুল। রিটার্ন দাখিলের পর আইটিআর ভেরিফাই না করলে তা অবৈধ বলে গণ্য হবে।ষষ্ঠ ভুল: ব্যাঙ্কের নাম বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়াও বড় ভুল। এই পরিস্থিতিতে রিফান্ড নাও মিলতে পারে।
advertisement
8/9
সপ্তম ভুল: বিদেশি সম্পত্তি বা বিদেশ থেকে প্রাপ্ত আয়ও আয়কর রিটার্ন দাখিলের সময় জানাতে হয়। না জানালে মোটা টাকা জরিমানা হতে পারে।অষ্টম ভুল: এই ভুল ক্যারি ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্কিত। লং টার্ম ক্যাপিটাল লসকে ক্যারি ফরোয়ার্ড না করাও একটা বড় ভুল।নবম ভুল: শিডিউল এএল সম্পর্কে সতর্ক থাকতে হবে। ৫০ লাখের উপর আয় শিডিউল এএল-এর আওতায় দেখানো উচিত।
advertisement
9/9
দশম ভুল: কত ইনকাম ট্যাক্স ডিডাকশন মিলবে, তা সঠিকভাবে হিসেব করা উচিত। ভুল ডিডাকশন দাবি করলে নোটিস মিলতে পারে।একাদশ ভুল: এলটিসিজি এবং এসটিসিজি সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। এক্ষেত্রেও কোনও ভুল করা উচিত নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Notice: এই ১১ ভুলের কারণে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর, সতর্ক থাকুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল