ITR ফাইল না করলে দ্বিগুণ TDS, ১ এপ্রিল থেকে বদলে যাবে Income Tax-এর এই ৫টি নিয়ম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বাজেটে আয়করের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি ১ এপ্রিল, ২০২১ থেকে কার্যকর হবে
advertisement
1/6

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সবাই আশা করে ছিল করোনা অতিমারি পরবর্তী সময়ে ব্যক্তিগত আয়কর কাঠামোয় পরিবর্তন করে আমজনতাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ কিন্তু সেই আশায় জল ঢেলে ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিতই রাখলেন নির্মলা সীতারমণ৷ ৭৫ বছরের উপরে যাঁদের বয়স, সেই পেনশনভোগীদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না৷ এই প্রবীণ নাগরিকদের সুদ থেকে প্রাপ্ত আয়ও করমুক্ত করেছেন অর্থমন্ত্রী৷ বাজেটে আয়করের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি ১ এপ্রিল, ২০২১ থেকে কার্যকর হবে।
advertisement
2/6
ITR ফাইল না করলে দ্বিগুণ TDS - আইটিআর ফাইলিং বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার টিডিএস এর কিছু নিয়মে পরিবর্তন করেছে। যারা আইটিআর ফাইল করেন না তাদের জন্য এটি আরও কড়া করে তুলেছে। এর জন্য সরকার আয়কর আইনে 206AB ধারা যুক্ত করেছে। নতুন আইন অনুযায়ী, আইটিআর ফাইল না করলে আপনাকে ১ এপ্রিল ২০২১ থেকে দ্বিগুণ টিডিএস দিতে হবে। নতুন বিধি মোতাবেক, যারা আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের উপরে কর সংগ্রহের উত্স (টিসিএস )ও বেশি হবে।
advertisement
3/6
EPF - এবারের বাজেটে নতুন যে ওয়েজ কোড (Wage Code)-এর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তা কার্যকর হলে কমবে টেক হোম স্যালারি-র পরিমাণ৷ শুধু তাই নয় কমে যাবে অবসরকালীন সঞ্চয়ও৷ বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা করের আওতায় চলে আসবে৷ এই নিয়মটি ১ এপ্রিল থেকে লাগু করা হবে।
advertisement
4/6
প্রি-ফিল্ড আইটিআর ফর্ম - বাজেট পেস করার সময় অর্থমন্ত্রী প্রি-ফিল্ড আইটিআর এর উল্লেখ করেছিলেন। কর্মীদের সুবিধার্থে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য করদাতাদের ১ এপ্রিল ২০২১ থেকে প্রি-ফিল্ড আইটিআর ফর্ম সরবরাহ করা হবে।
advertisement
5/6
এলটিসি স্কিম নোটিফাই - ২০২১ সালের বাজেটে মোদি সরকার লিভ ট্রাভেল কনসেশন (LTC) ক্যাশ ভাউচার প্রকল্প (LTC Cash voucher Scheme) প্রকল্পটি নোটিফাই করে দিয়েছে। করোনার ভাইরাস মহামারির কারণে ভ্রমণ যারা এলটিসি করের সুবিধা গ্রহণ করতে পারেননি তাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।
advertisement
6/6
প্রবীণদের আয়কর ছাড় ঘোষণা - ৭৫ বছরের উর্ধ্বে পেনশনভোগীদের আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে। পেনশন ভোগী ও সুদের উপর নির্ভরশীল ৭৫ বছরের উর্ধ্বে প্রবীণদের আয়কর রিচার্নও দাখিল করতে হবে না বলে ঘোষণা করা হয়েছে। এতে প্রবীণ নাগরিকরা বিশেষ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ITR ফাইল না করলে দ্বিগুণ TDS, ১ এপ্রিল থেকে বদলে যাবে Income Tax-এর এই ৫টি নিয়ম