TRENDING:

বাজারের ওঠপড়ার মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কতটা লাভজনক? মাসিক SIP কী বাড়ানো উচিত? বিশেষজ্ঞরা যা বলছেন

Last Updated:
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজার অস্থিরতার মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের এখন সতর্ক থাকার সময়।
advertisement
1/7
বাজারের ওঠপড়ার মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কতটা লাভজনক? SIP কী বাড়ানো উচিত?
মার্কিন মুলুকে মন্দা মাথাচাড়া দিচ্ছে। বিশ্ব জুড়ে ইক্যুইটি বিনিয়োগকারীরা শঙ্কিত। মঙ্গলবার ভারতের ইক্যুইটি বাজারে কিছুটা উঠেছে। কিন্তু ব্যাঙ্ক অফ জাপান সুদের হার বাড়াতেই সেনসেক্স এবং নিফটি কমেছে প্রায় ৩ শতাংশ।
advertisement
2/7
এখন প্রশ্ন হল, এটাই কী মিউচুয়াল ফান্ডের লাভ ঘরে তোলার উপযুক্ত সময়? না কি এসআইপি চালিয়ে যাওয়া উচিত? বুঝতে পারছেন না অনেক বিনিয়োগকারীই। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজার অস্থিরতার মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের এখন সতর্ক থাকার সময়। গুরুত্বপূর্ণ বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়াই উচিত, সেটা কেনা হোক বা বিক্রি। স্বল্পমেয়াদি বাজারের ওঠানামার মধ্যে বিনিয়োগ করলে খামোখা ঝুঁকি নেওয়া হবে।
advertisement
3/7
মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারের মতো নয়। বিনিয়োগের ধরনও আলাদা। এতে বাজারের গতিবিধির উপর লক্ষ্য রেখে স্টকে বিনিয়োগ করতে হয় না। যেমন, কেউ যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন, তাহলে এটা মুনাফা বুক করার সেরা সময় নাও হতে পারে।
advertisement
4/7
মাল্টি আর্ক ওয়েলথ-এপিলসন মানি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-ইনভেস্টমেন্ট সিদ্ধার্থ আলোক বলছেন, “ভ্যালুয়েশন আরও বাড়লে এমন আকস্মিক পতন আরও ঘনঘন হতে পারে। ইক্যুইটি মার্কেটের রিটার্ন কখনও সরলরেখায় যায় না।’’
advertisement
5/7
এই জন্যই বৈচিত্রপূর্ণ পোর্টফোলিওর উপর জোর দেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এসআইপি-তে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের সিইও সন্দীপ বাগোলার কথায়, “দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিনিয়োগের ক্ষেত্র বদলাতে হবে, দেখতে হবে কোথায় ভ্যালুয়েশন খুব বেশি ওঠাপড়া করে না।’’
advertisement
6/7
বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে রুপির গড় খরচ থেকে লাভবান হতে পারেন বিনিয়োগকারীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাজারের অস্থিরতাও কমে যায়। পাশাপাশি বাজার পড়লে মাসিক এসআইপির পরিমাণ বাড়ানোর কথাও ভাবা উচিত, বলে মনে করেন তাঁরা।
advertisement
7/7
বিশেষজ্ঞদের মতে, স্টেপ আপ এসআইপি সবচেয়ে ভাল, দীর্ঘমেয়াদি আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। বিনিয়োগকারীরা কম দামে ইউনিট কিনতে পারেন, বাজার উঠলে সামগ্রিক মুনাফা বাড়ে। ব্যাঙ্কবাজারডটকম-এর সিইও আদিল শেঠি এমনই পরামর্শ দিয়েছেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাজারের ওঠপড়ার মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কতটা লাভজনক? মাসিক SIP কী বাড়ানো উচিত? বিশেষজ্ঞরা যা বলছেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল