Multibagger Stock: সাত মাসে ১ লাখ বিনিয়োগ ১২ লাখের বেশি লাভ; বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিয়েছে এই স্টক
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ছয় মাস আগে যারা এতে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন আজ তাঁরা প্রায় ১৩ লাখ টাকার মালিক।
advertisement
1/7

স্টক মার্কেটে বিনিয়োগ থেকে সকলেই দ্রুত রিটার্ন চান। কিন্তু খুব কম জনেরই স্বপ্নপূরণ হয়। আসলে অল্প সময়ে বিপুল মুনাফা দেবে এমন স্টক খুঁজে পাওয়াটাই মুশকিল। তবে এরকম স্টকও রয়েছে। সেটা হল রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটেডের স্টক। ছয় মাস আগে যারা এতে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন আজ তাঁরা প্রায় ১৩ লাখ টাকার মালিক। রাঠি স্টিলস গত ছয় মাসে প্রায় ১২৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
advertisement
2/7
সোমবারও রাঠির শেয়ার আপার সার্কিটে রয়েছে। গত বছরের ৩ জুলাই এই শেয়ারের মূল্য ছিল ৩.৩ টাকা। ২৯ জানুয়ারি সেটাই ৪৫.৩২ টাকায় পৌঁছে যায়। এখনও পর্যন্ত এই শেয়ারের দাম বেড়েছে ১৩৭৩ শতাংশ।
advertisement
3/7
এখন যদি কেউ জুলাই মাসে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি ৩০,৩০৩টি শেয়ার পেতেন। আজ সেই শেয়ারগুলির দাম ৪৫.৩২ টাকা বেড়ে ১৩.৭৩ লক্ষ টাকার বেশি হয়ে যেত।
advertisement
4/7
এমনকী ১ মাসেও ভাল রিটার্ন মিলেছে: এত গেল ৬ মাসের হিসেব। মাত্র ১ মাসে এই স্টক বিনিয়োগকারীদের ৪৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। রাঠি স্টিলসের শেয়ার বর্তমানে ৫২ সপ্তাহের শীর্ষ উচ্চতায় পৌঁছেছে।
advertisement
5/7
সোমবারও এই স্টক ২ শতাংশ বেড়েছে। গোটা মাসে রাঠি স্টিলসের শেয়ারে কোনও পতন দেখা যায়নি। যা বিনিয়োগকারীদের সতর্ক থাকার ইঙ্গিত দেয়।
advertisement
6/7
কোম্পানি সম্পর্কে: গ্রো-তে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে রাঠি স্টিলস অ্যান্ড পাওয়ার লিমিটিডের প্রতিষ্ঠা হয়। কোম্পানির ৫১ শতাংশ শেয়ার প্রোমটারদের হাতে রয়েছে। খুচরো বাজারে রয়েছে ৪০ শতাংশ শেয়ার। কোম্পানির মার্কেট ক্যাপ ১৩৯ কোটি টাকার বেশি।
advertisement
7/7
রাঠি ইস্পাত তার শেষ ত্রৈমাসিকের ফলাফল ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশ করেছিল। তারপর কোম্পানির আয় জুন ত্রৈমাসিকের তুলনায় ২১ কোটি টাকা কমে ১২৮ কোটি টাকা হয়েছে। মুনাফার কথা বললে, কোম্পানিটি ২৩ সেপ্টেম্বর প্রান্তিকে ৮২ লাখ টাকা লাভ করেছে। যেখানে জুন প্রান্তিকে কোম্পানির মুনাফা ছিল ২ কোটি টাকা। এর আগে, কোম্পানি মার্চ ত্রৈমাসিকে ৮০ কোটি টাকা মুনাফা করেছিল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: সাত মাসে ১ লাখ বিনিয়োগ ১২ লাখের বেশি লাভ; বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিয়েছে এই স্টক