TRENDING:

টাকার দরকার? Aadhaar Card থাকলেই পেতে পারেন ২ লাখ টাকার লোন ?

Last Updated:
কেন্দ্রীয় সরকার UIDAI-এর মাধ্যমে আধার কার্ড ইস্যু করে। পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। তবে আধার কার্ড দেখিয়ে পার্সোনাল লোনও নেওয়া যায়।
advertisement
1/8
টাকার দরকার? Aadhaar Card থাকলেই পেতে পারেন ২ লাখ টাকার লোন ?
হঠাত টাকার দরকার। কিন্তু কিছুতেই যোগাড় হচ্ছে না। জীবনে অনেক সময়ই এমন পরিস্থিতি আসে। নিজেকে খুব অসহায় মনে হয়। তবে চিন্তার কিছু নেই। আধার কার্ড থাকলেই হবে। খুব সহজেই ২ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন যে কেউ।
advertisement
2/8
কেন্দ্রীয় সরকার UIDAI-এর মাধ্যমে আধার কার্ড ইস্যু করে। পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। তবে আধার কার্ড দেখিয়ে পার্সোনাল লোনও নেওয়া যায়। জরুরি প্রয়োজন মেটাতে এই টাকা ব্যবহার করতে পারেন গ্রাহক।
advertisement
3/8
আধার কার্ডের মাধ্যমে লোন পাওয়া খুব সহজ। এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। আবেদনের কয়েক দিনের মধ্যেই লোন মঞ্জুর হয়। এখানে আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদনের পদ্ধতি রইল।
advertisement
4/8
প্রথমে এমন ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান বা ডিজিটাল লোন অ্যাপ বাছতে হবে যারা আধার কার্ডের মাধ্যমে লোন দেয়। এরপর সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গ্রাহক কত টাকার লোন চান, তাও লিখতে হবে।
advertisement
5/8
এরপর দিতে হবে আধার নম্বর। এর মাধ্যমেই ঋণগ্রহীতার পরিচয় এবং ঠিকানা যাচাই করা হবে। অনেক সময় ব্যাঙ্ক বা ঋণদাতা সংস্থা গ্রাহকের আয় এবং ক্রেডিট হিস্ট্রি যাচাই করার জন্য অন্যান্য নথিপত্র যেমন প্যান কার্ড, স্যালারি স্লিপ, বা ব্যাঙ্ক স্টেটমেন্টও চায়। নথিপত্র যাচাইয়ের পর লোন মঞ্জুর করবে কর্তৃপক্ষ। এরপর লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
6/8
আধার কার্ডে লোনের জন্য কারা আবেদন করতে পারেন: যে কোনও ভারতীয় নাগরিক এই লোনের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যে। স্থির আয় থাকতে হবে। সঙ্গে ভাল থাকতে হবে ক্রেডিট স্কোর।
advertisement
7/8
সুবিধা: খুব কম সময়ের মধ্যে লোন মঞ্জুর হয়, টাকাও হাতে চলে আসে। আধার কার্ড এবং সাধারণ কিছু নথিপত্র দেখালেই লোন পাওয়া যায়। ইএমআই-এর মাধ্যমে লোন শোধের সুবিধা রয়েছে। সুদের হারও তুলনামূলকভাবে কম।
advertisement
8/8
বিশেষজ্ঞরা বলেন, শুধু মাত্র বিশ্বাসযোগ্য ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকেই লোন নেওয়া উচিত। সবার আগে নিয়ম এবং শর্তাবলী ভাল করে দেখে নিতে হবে। সময় মতো ইএমআই পরিশোধ করা বাধ্যতামূলক। তাই সেই অনুযায়ী লোন নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকার দরকার? Aadhaar Card থাকলেই পেতে পারেন ২ লাখ টাকার লোন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল