Important News For PNB Customers: পিএনবি-তে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Important News For PNB Customers: PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
advertisement
1/8

দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে ৷ এবার থেকে PNB-র সেভিংস অ্যাকাউন্টে আর ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ, অ্যাকাউন্টে কম টাকা থাকলেও কোনও জরিমানা বা চার্জ কাটা হবে না।
advertisement
2/8
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
3/8
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
4/8
নতুন নিয়মে কী সুবিধা?জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা: অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোনও চার্জ কাটা হবে না।এর জেরে আর্থিকভাবে দুর্বল বা স্বল্প আয়বিশিষ্ট ব্যক্তিরাও নিশ্চিন্তে ব্যাঙ্কিং করতে পারবেন।মতুন সিদ্ধান্তের জেরে গ্রাহকদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বিপুল ।
advertisement
5/8
কোন অ্যাকাউন্টে এই নিয়ম প্রযোজ্য?PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
advertisement
6/8
ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও সার্ভিস চার্জ বা পেনাল্টি লাগবে না।আগে ব্যালেন্স না থাকলে অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হত, এখন আর তা হবে না।
advertisement
7/8
এই নতুন নিয়ম ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এবং সমস্ত পুরনো ও নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য।
advertisement
8/8
এই সিদ্ধান্ত ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার চাপ ছাড়াই ব্যাঙ্কিং পরিষেবাগুলিকে সহজে অ্যাক্সেসযোগ্য করে তুলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Important News For PNB Customers: পিএনবি-তে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি