এপ্রিল মাসেই সেরে ফেলুন এই ৫ কাজ! না হলে পড়তে হবে বড় সমস্যায়
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
শুরু হয়েছে নতুন আর্থিক বছর। এই এপ্রিল মাসেই তাই নির্দিষ্ট কিছু সম্পন্ন করতে হবে। যাতে আগামী অর্থবর্ষের জন্যে প্রস্তুত থাকা যায়।
advertisement
1/6

শুরু হয়েছে নতুন আর্থিক বছর। এই এপ্রিল মাসেই তাই নির্দিষ্ট কিছু সম্পন্ন করতে হবে। যাতে আগামী অর্থবর্ষের জন্যে প্রস্তুত থাকা যায়। মাস শেষ হওয়ার আগে করণীয় ৫টি জিনিস দেখে নেওয়া যাক।
advertisement
2/6
নতুন না কি পুরনো কর ব্যবস্থা: ২০২৩-এর বাজেটে নতুন কর কাঠামোর ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে পুরনো কর কাঠামো তুলে দেওয়া হয়নি। করদাতারা তাঁদের পছন্দমতো কর ব্যবস্থা বেছে নিতে পারেন। যদি না বাছেন তাহলে নতুন কর কাঠামোকেই ডিফল্ট হিসেবে ধরা হবে। তাই আয়করদাতাদের এপ্রিল মাসেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন কর কাঠামো বেছে নেবেন।
advertisement
3/6
নতুন বছরের জন্য কর পরিকল্পনা: যদি কেউ পুরনো ট্যাক্স কাঠামো বেছে নেন তাহলে এই মাস থেকেই ট্যাক্স পরিকল্পনা শুরু করতে হবে। ইজেড ট্যাক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও সুনীল দাসারি বলছেন, সাধারণত ট্যাক্স কাটার জন্য কর্মচারীদের নিয়োগকর্তার কাছে ট্যাক্স সেভিংসের ঘোষণা করতে হয়। তাই, কর সুবিধা দাবি করার জন্য কর্মীদের সেই অনুযায়ী তাদের বিনিয়োগের পরিকল্পনা করতে হবে’।
advertisement
4/6
ব্যবসা থেকে আয়: ব্যবসা থেকে আয়, এমন ব্যক্তিরাও কর জমা দেওয়ার সময় নির্দিষ্ট কর কাঠামো বেছে নিতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা জীবনে একবারই ট্যাক্স ব্যবস্থা বেছে নিতে পারেন এবং একবারই এটা থেকে বেরিয়ে আসতে পারেন।
advertisement
5/6
কোথায় বিনিয়োগ করতে হবে তার ধারণা: আর্থিক বছরের শেষে কর পরিকল্পনা করতে বসলে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই সময় কাজে লাগানো উচিত। কোথায়, কখন বিনিয়োগ করতে হবে এবং তা থেকে কত কর সাশ্রয় হবে সেই সম্পর্কে বিস্তৃত ধারণা থাকা উচিত।
advertisement
6/6
ফাইল ফর্ম ১৫ এইচ বা ১৫ জি: ব্যাঙ্কগুলি আয়কর আইনের ধারা ১৯৪এ-এর অধীনে টিডিএস কাটতে বাধ্য যদি কারও সুদের আয় এক বছরে ৪০ হাজার-এর বেশি হয়। প্রবীণ নাগরিকদের জন্য সীমা হল ৫০ হাজার টাকা। এই সীমা নির্ধারণ করতে ব্যাঙ্ক তার সমস্ত শাখা থেকে আমানতের সুদ একত্রিত করে।