চাকুরিজীবীদের জন্য সুখবর, পিএফ-এর পেনশনের টাকা নিয়ে বড় ঘোষণা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এবার এমন সুবিধের কথাই ঘোষণা করল পিএফআরডিএ।
advertisement
1/4

প্রভিডেন্ট ফান্ডের পেনশন খাতে জমা টাকার অঙ্ক যদি পাঁচ লাখের কম হয় তবে অবসরের পর একবারেই তুলে ফেলতে পারবেন যে কোনও ব্যক্তি। এবার এমন সুবিধের কথাই ঘোষণা করল পিএফআরডিএ।
advertisement
2/4
এযাবত অবসরের সময় বা ৬০ বছর বয়স হলে পিএফ পেনশন খাতে জমা টাকার অংক দুই লক্ষের বেশি হলে তার ৬০ শতাংশ পর্যন্ত তোলা যেত। বাকি ৪০ শতাংশের ক্ষেত্রে কিনতে হতো অ্যানুইটি।মাসে মাসে পেনশন মিলত সেখান থেকেই। এই নতুন নিয়ম চালু হওয়ার পর এই বাধ্যতা আর থাকল না।
advertisement
3/4
এরই পাশাপাশি পিএফ অ্যাকাউন্টের সাথে আধার যোগের ক্ষেত্রে বাড়তি সময় দিচ্ছে এই দফতর। আগে বলা হয়েছিল ১ জুনের মধ্যে পিএফ এবং আধার লিঙ্ক না করলে আর টাকা জমা পড়বে না।
advertisement
4/4
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পিএফ-এর সঙ্গে আধার লিঙ্ক করানোর মেয়াদ ১ সেপ্টেম্বর অবধি বাড়ানো হয়েছে।