দাম ৫০০ থেকে ৭০০ টাকা...! বড়, চওড়া পেটির লোভনীয় ইলিশ উঠল দিঘায়! বাজারে মিলবে টন টন মাছ, ওজন কত?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Ilish: চলতি বছর মাছ ধরার মৌসুম শুরুর থেকে ইলিশ মাছের দেখা মিলেছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। শেষ কয়েকদিনে প্রতিদিন টন টন ইলিশ মাছ উঠে আসায় খুশির জোয়ার দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে।
advertisement
1/6

চলতি মরশুমে প্রথম থেকেই এশিয়ার সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র দিঘায় সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছের দেখা মিলেছে। আবারও দিঘায় উঠল টন টন ইলিশ মাছ। আর তাতেই দাম কিছুটা পড়ল।
advertisement
2/6
২৩ জুলাই বুধবার কয়েকটন ইলিশ উঠেছিল। ২৪ জুলাই বৃহস্পতিবার প্রায় ৪০ টনের মত ইলিশ উঠল। এর জেরে খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। মৎস্যজীবিদের থেকে জানা গেছে শেষ চার-পাঁচ দিনে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ টনের বেশি ইলিশ উঠেছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে।
advertisement
3/6
মৎস্যজীবীরা জানিয়েছেন ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়ার সঙ্গে ইলশে গুঁড়ি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দিঘা মোহনাতে। মৎস্যজীবিরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপকহারে ইলিশ দেখা মিলতে পারে দিঘা মোহনাতে।
advertisement
4/6
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে শেষ চার পাঁচ দিন টন টন ইলিশ মাছ উঠে আসায় দাম কিছুটা কমেছে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম উঠল ৬০০ থেকে ৭০০ টাকা। ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছের দাম উঠে ১ হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত। এক কেজির উপরের মাছের দাম দেড় হাজার টাকা।
advertisement
5/6
দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, "শেষ কয়েকদিনে ভাল ইলিশ মাছ উঠেছে। ৩-৪ দিনে ১৫০ টনের বেশি ইলিশ উঠেছে। ৫০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ মাছটাই সব থেকে বেশি উঠেছে। সমুদ্রে এখনও অনেক মৎস্যজীবীদের ট্রলার মাছ ধরতে ব্যস্ত রয়েছে। আশা করা যায় তাতে আরও ইলিশ উঠে আসবে।"
advertisement
6/6
চলতি বছর মাছ ধরার মরসুম শুরুর থেকে ইলিশ মাছের দেখা মিলেছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। শেষ কয়েকদিনে প্রতিদিন টনটন ইলিশ মাছ উঠে আসায় খুশির জোয়ার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। টনটন ইলিশ মাছ উঠে আসায় দাম কিছুটা কমেছে। ফলে আশা করা যায় মধ্যবিত্তের নাগালে আসবে সমুদ্রের রূপালী শস্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দাম ৫০০ থেকে ৭০০ টাকা...! বড়, চওড়া পেটির লোভনীয় ইলিশ উঠল দিঘায়! বাজারে মিলবে টন টন মাছ, ওজন কত?