TRENDING:

ওয়াহ্ তাজ! ধ্রুপদী আভিজাত্য আর প্রযুক্তির আধুনিকতায় শহরকে বাঁধল তাজ সিটি সেন্টার

Last Updated:
Taj City Centre Newtown: ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পুনিত ছটওয়াল (Puneet Chhatwal) জানিয়েছেন যে পূর্ব ভারতের সাংস্কৃতিক পীঠস্থান কলকাতার সঙ্গে সম্পর্ক তাঁরা নিবিড় করতে আগ্রহী, তারই পদক্ষেপ এই তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেল ৷
advertisement
1/4
ওয়াহ্ তাজ! ধ্রুপদী আভিজাত্য আর প্রযুক্তির আধুনিকতায় শহরকে বাঁধল তাজ সিটি সেন্টার
সব শুরুরই আবার আরও একটা শুরু থাকে। কলকাতার দ্বিতীয় তাজ হোটেল (Taj Hotel) যেমন! অম্বুজা নেওটিয়া গ্রুপের (Ambuja Neotia Group) হাত ধরে তিলোত্তমার মাথায় তাজ সেজে উঠেছিল। সেই আলাপ শেষ করে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (Indian Hotels Company Limited), সংক্ষেপে আইএইচসিএল (IHCL) এবার প্রবেশ করেছে জোড়ে- শহরকে উপহার দিয়েছে তাজ সিটি সেন্টার নিউ টাউন (Taj City Centre New Town) হোটেল।
advertisement
2/4
মেলবন্ধন আর সৌহার্দ্য- এই প্রসঙ্গে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পুনিত ছটওয়াল (Puneet Chhatwal) জানিয়েছেন যে পূর্ব ভারতের সাংস্কৃতিক পীঠস্থান কলকাতার সঙ্গে সম্পর্ক তাঁরা নিবিড় করতে আগ্রহী, তারই পদক্ষেপ এই তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেল, যা একই সঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গেও তাঁদের সৌহার্দ্য সুগঠিত করবে। অন্য দিকে, অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia) বলেছেন, শহরের বাণিজ্যিক এবং আলস্যবিলাসের কেন্দ্র হয়ে উঠবে এই তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেল।
advertisement
3/4
সুবিধা এবং পরিষেবা- ১৩৭টি ঘর এবং ১০টি স্যুট নিয়ে সেজে উঠেছে তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেল, যার অন্দরসাজে আছে ধ্রুপদী আভিজাত্য এবং প্রযুক্তির আধুনিকতার সমাহার। ঘরগুলিকে ভাগ করা হয়েছে দুই ভাগে- ডিলাক্স এবং লাক্সারি। দুই ঘরেই মিলবে ৩২ স্কোয়ার মিটার পরিসর, তবে তফাত আছে ভাড়ায় এবং সাজে। ডিলাক্স রুমের কর বাদে রাত পিছু ভাড়া ৭,০০০ টাকা- এর অন্দরসাজে ধরা দিয়েছে কাঠ এবং শহরের সাম্প্রতিক চিত্রকরদের শিল্পকর্ম। আবার ৮,৫০০ টাকা ভাড়ার লাক্সারি ঘরে চোখকে আরাম দেবে শহরের স্বর্ণযুগের কথা বলা একেকটি ছবি; হোটেলের নবম, দশম এবং একাদশ তলে অবস্থিত এই ঘরগুলো এক লহমায় মুক্তি দেবে নাগরিক কোলাহল থেকে। তেমনই ৬২ স্কোয়ার মিটারের ১৮,০০০ টাকা ভাড়ার স্যুটগুলোর সম্পদ টিক ডিজাইন এবং ধ্রুপদী পোর্ট্রেট- প্রাইভেট জাকুজি স্যুটগুলোকে করেছে আরও আকর্ষণীয়।
advertisement
4/4
হোটেলের সামিয়ানা (Shamiana) লাউঞ্জে মিলবে অল-ডে-ডিনার, উইকিকি (Wykiki) জোগান দেবে এশিয়ান ক্যুইজিনের; দ্য এম্পেরর'স লাউঞ্জে মিলবে পানীয় এবং বেকারির সুলুকসন্ধান। শরীরকে স্নিগ্ধতা দেবে জিভা স্পা (Jiva Spa)। ছ'টি ব্যাঙ্কোয়েটের দ্বার উন্মুক্ত থাকবে বাণিজ্যিক সমাবেশ এবং ব্যক্তিগত উৎসবের স্বার্থে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ওয়াহ্ তাজ! ধ্রুপদী আভিজাত্য আর প্রযুক্তির আধুনিকতায় শহরকে বাঁধল তাজ সিটি সেন্টার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল